Re: Windows Defender
বিস্তারিত দেখুন এখানে- http://munnamark.blogspot.com/2012/02/b … ows-8.html
বিস্তারিত তেমন কিছুই নাই ।
AV ব্যাবহার করে যদি সিকিউর থাকতে হয় তবে তবে ম্যাকাফির পন্য ব্যবহার করতে পারেন , যদিও ম্যাকাফির ইন্টারনেট সিকিউরিটি জানালা ৮ এ ১০০% সাপোরটেড না , জানিনা ম্যাকাফি কেন এই বিষয়ে এত অলস , তাদের VSE টা অনেক ভালো কিন্তু ম্যাকফি প্রচুর র্যাম ব্যবহার করে । গত ৩-৪ মাস আগে ৩ টা লাইসেন্স গিফট পেয়েছিলাম । ২ টা ব্যবহার করেছি আরেকটা এখনো আছে ।
ইন্টারনেট থেকে সিকিউর থাকতে লাগে ফায়ারওয়াল , আর একানে কমোডোকে সেরা বলা যায়। আর এটা ফ্রি , তাই ব্যবহার করতে সমস্যা হয়ার কথা না।
যদি আপনার রিসোর্স কম থাকে তাহলে ওয়েব রুট ব্যবহার করতে পারেন এটা ৭০০ কেবির একটা সফট যা এখই সাথে AV+Firewall+Internet Security । আর এর কাজ কারবার অনেক ফাস্ট + রিলায়েবল। ১৫ দিনের ট্রায়াল ব্যবহার করে দেখতে পারেন। এটা আমাদের দেশে কিনতে পাওয়া যায় না ।
বাজারে এভাস্ট,বুলগার্ড,ম্যাকাফি ইন্টারনেট সিকিউরিটি পাওয়া যায় চাইলে কিনতে পারেন , তবে ক্যাস্পার / নরটন / ই সেট কিনতে যাবেন না।আর কোথাও ফায়ারওয়াল সেল হতে দেখিনি তাই সেটার কথা বলতে পারলাম না।
বিট ডিফান্ডার র্যাঙ্কিং এ ১ , কিন্তু এটা খতরনাক জিনিশ। একবার পিসিতে দিলে OS রি ইন্সটল করা ছাড়া উপায় থাকে না।আর এই জিনিশ মাঝে মাঝে নেট ট্রাফিক ডিজেবল করে দেয় পরে সেটা ইনাভল করতে খবর হয়ে যায়। তাই ব্যাবহার না করাই ভালো।