টপিকঃ বাংলালিঙ্ক কি কোন দিন মানুষ হবে নাহ????
আমি ফেব্রুয়ারির ৩ তারিখে একটা গ্রামিন মোডেম কিনলাম আবার সেইদিনে ৭৪৫টাকা দিয়ে বাংলালিঙ্কে আনলিমিটেড প্যাকেজ টা নিলাম ভাবলাম এবার ডাউনলোড করে ভরে ফেলবো কম্পিউটার। কিন্তু প্যাকেজ নেয়ার পরে একি ৬-৯ কেবি
আমার তো মাথায় রক্ত উঠে গেলো
তখন ভাবলাম মনে হয় ল্যাপটপ অন্য যায়গায় সরানো লাগবে তাহলে আমার স্পিড হয়তো বাড়তে পারে তাই আমি ল্যাপটপ টা বিছানার উপর দুইটা বালিশের উপর রাখলাম একি তাও স্পিড পায়না বেশি তারপর তারপর দোর দিয়ে গিয়ে বাজার থেকে একটা লম্বা USB ক্যাবল কিনে আনলাম ২০০ টাকা দিয়ে তারপর ক্যাবল লাগিয়ে জানালার বাহিরে দিয়ে দিলাম মোডেম একি তারপরেও স্পিড পায়না। তখন আমার মাথায় রক্ত টকবপক
করতেছে তারপর ১৫৮ এ ফোন দিয়ে একটা কম্পেলেন করলাম তারপর ব্যাক করলো আমি বললাম আমি আজ আনলিমিটেড প্যাকেজ নিছি কিন্তু স্পিড পাচ্ছে নাহ তখন বললো আপনি কত কেবিপিএস স্পিড পাচ্ছেন?আমি বললাম ৫৫-৬০কেবিপিএস তখন তিনি বললেন what তখন আমি বললাম 55-60kbps মানে ৬-৭ কেবি। তখন তিনি বললেন আমি দেখতে পাচ্ছি আপনি ্পাংশা থানায় সরবচ্চো ২ কেবি করে পাবেন এর কম হলে আমি আপনা কে সাহায্য করতে পারবো। তখন আমি একটু বকাবাজি করলাম তারপর ফোনটা কেটে দিলাম আর এখন পরযন্ত মাঝে মাঝে স্পিড বেরে 29-30 কেবি করে পাই আর স্পিড কমলে এই রকম পাই
আজ একটা সিনেমা ডাউনলোডে দিলাম ৬৩১ এমবি ডালো হওয়ার পরে ওমা একি স্পিড একদমি কমে গেছে আর বাড়ছে নাহ।
তাই আমি কাকে খারাপ বলবো। সিটিসেল মডেম কিনলাম ৬০kbps এর বেশি পাইনা ব্রাউজ ঠিক মতঙ্করতে পারিনা আবার ডাউনলোড। আর গ্রামিনে ৫ গেগা ডাউনলোড হয়ে গেলে স্পিড কমিয়ে ২কেবি করে দেবে তাই এই প্যাকেজ ভাল লাগে নাহ। আর বাংলালিঙ্কে সপ্তাহে ৩ গেগা ডালো করার সুজোগ দেবে তাই এই প্যকেজ টা ভাল লাগে। কিন্তু এই রকম করলে ইন্টারনেট ব্রাউজ করতে ইচ্ছা করে নাহ। যদি আমাদের এখানে ব্রোড ব্যান্ডের অথবা বাংলালায়ন থাকতও তাহলে আমি কোনদিন ও এই কু**র বাচ্ছার ইন্টারনেট নিতাম নাহ।