Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
একাউন্ট খোলা, ভেরিফিকেশন,
তারপরেতে পোস্ট করা,
ব্যান করতে কয়টি যে ক্লিক,
খাচ্ছে বেশি কে ধরা?
মডু আছেন কয়েক জনা,
সবার ভাগে কয়েক ব্যান,
নিনজা ব্যাটা করুক না তো,
আরো কিছু ঘ্যানর ঘ্যান।
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
৬৫ ০৪-০৪-২০১৩ ২০:১১ সর্বশেষ সম্পাদনা করেছেন ছড়াবাজ (০৪-০৪-২০১৩ ২০:১৭)
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
কতশত নিনজা হবে,
ভয়টা হয়তো অমূলক,
ব্যর্থ ইগোর পোদ্দারি,
একটিই পিস, ঐ বুরবক।
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
দুপুর বেলা এমন কাণ্ড করছে ব্যাটা উজবুকে ,
ছবি আপু ইন্নালিল্লাহ্ পাঠ করেছেন সেই দুখে !
লজ্জা পেয়ে দোড়ান দিছে পিয়ন আমার পেছন থে'
আয়েশ করে ক্লিকাইছিলাম উদাসীন্ দা'র টপিকে !
এমন যদি হতেই থাকে , হকচকিয়ে দেয় আবার ?
বন্ডু ভায়ের সাজেশনটা , ভাবো মডু আরেকবার !
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
এতো কাহিনী করতে গেলে প্রজন্মের সব সদস্যকে মডু বানায় দিতে হবে নাইলে বর্তমানের এই কয়জন মডুর পক্ষে সম্ভব না
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
আমার মতে নতুন সদস্যদের উপর কোনো লিমিটেশন আরোপ করলে তা তাদের পোস্ট করায় একটি বিরাট বাঁধা হয়ে দাঁড়াবে। রেজিস্ট্রেশন করার ১ বা ২ মাস পর্যন্ত যদি কারও পোস্ট করার ক্ষমতা না থাকে, তাহলে সে এই ফোরামে এসে করবে টা কী? শুধু শুধু বসে বসে পোস্ট আর কজনই বা পড়বে? এভাবে একজন সদস্যের জন্য ফোরামে নতুন সদস্যদের জন্য বাঁধা সৃষ্টি করা মোটেই সমুচীন হবে না। আর নিনজা বস এর ১০-৫০ টা পোস্ট এর মধ্যেই আসল পরিচয় বের হয়ে পড়ে। তখন তাকে ব্যান করে দিলেই কাজ শেষ হয়ে যায়। আর আমরাও কিন্তু নিনজা বস এর নতুন আইডি দেখলেই তার বিরুদ্ধে পোস্ট দিয়ে একেকার করে ফেলি। এতে নিনজা বসের আসল উদ্দেশ্যই পূর্ণ হয়। সে চায় আমরা যেন বিরক্ত হই।
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
৭০ ০৬-০৪-২০১৩ ১৯:৪৬ সর্বশেষ সম্পাদনা করেছেন shopnobd (০৬-০৪-২০১৩ ২১:১৭)
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ক্ষ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ
৭২ ০৬-০৪-২০১৩ ২০:৩৩ সর্বশেষ সম্পাদনা করেছেন প্যারিস (০৬-০৪-২০১৩ ২০:৩৪)
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
Re: ব্যক্তি, জাতি, গোষ্টিকে আক্রমন বিষয়ক সতর্কীকরণ
অনেক অনেক ধন্যবাদ । বিষয়টা জানতে পারলাম