Re: প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - সংক্ষিপ্ত তালিকা - চূড়ান্ত মনোনয়ন
কারে কোনটাতে যে ভোট দিয়েছি সেটাই ভুলে বসে আছি। নতুন করে ভোট দেয়া যাবে কি ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - সংক্ষিপ্ত তালিকা - চূড়ান্ত মনোনয়ন
কারে কোনটাতে যে ভোট দিয়েছি সেটাই ভুলে বসে আছি। নতুন করে ভোট দেয়া যাবে কি ?
১ বছর পর প্রজন্মতে ঢুকেছি গতকাল...!
এত দিন অলসতায় ঢুকি নি...। কিন্তু নির্বাচনের জন্য ঢুকলাম....!
ভবিষ্যতে থাকব প্রজন্মের সাথে।
ইয়াহু আমিও ভোট দিলাম পছন্দের সবাইরে ................ নিজের কবিতায় নিজেই ভোট দিয়েছি................... আহারে নতুন প্রাজন্মিকের লিস্টে আমি নাই
দুটো করে ভোট মেরে দিলাম
ভোট দিলাম।যাচাই বাছাই করতে অনেক সময় লেগে গেল।তারপরও অনেক খুঁতখুঁত রযে গেছে।কেউ কেউ অনেক ভালো লেখেন কিন্তু নমিনেশন পাওয়া টপিকটি তেমন ভালো লাগেনি অাবার উল্টোটাও হয়েছে।সবসময় একই পয়েন্ট অব ভিউ থেকে ভোট দিতে পারিনি।যাই হোক ভোট তো দিলাম।
ইয়ে আর একটা কথা, উদাসীন দা'র ' অনিকেত!' কবিতাটি তো ২০১২ সালের না।
আমিও দিলাম কালকে তবে ভোট দেয়ায় কেমন জানি অনিহা
আমিতো ফরম টেস্ট করতে করতেই ভোটদান কর্মযজ্ঞ সারা করেছিলাম। কোনটায় যে কাকে ভোট দিয়েছিলাম ভুলে গিয়েছি। কাজেই, ভাই ও আপারা, যারাই জিতবেন তারাই আমার ভোটপ্রাপ্ত মনে করে নিবেন। হারু পার্টি কে হইতে চাহে এ ভূবনে মরিবার তরে?
রেজাল্ট কবে হবে ?
আর মাত্র ৪ দিন ভোট শেষ হতে
আর মাত্র ২দিন বাকি
আজকে ভোট দেবার শেষ দিন।
রেজাল্ট কি কালকে????
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১২ - সংক্ষিপ্ত তালিকা - চূড়ান্ত মনোনয়ন
০.০৪৪৬৭৭৯৭২৭৯৩৫৭৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬২.১৭৩৭৫৩৭৬৮৮১৭ টি কোয়েরী চলেছে