টপিকঃ Drive auto mount জনিত সমস্যা
সুবিধার জন্য Drive auto mount করলাম কিন্তু Admin user এর পাশাপাশি Standard user Accountএর Desktop এও Drive গুলো auto mount হয়ে যায়। যার ফলে Standard user ও Drive এর সকল ফাইল Accessকরার পারমিশন পেয়ে যায় তো এতে Drive এর privacy থাকছে না। তো এখন Standard user এর Drive এ Access permission বন্ধ করা জন্য কি করতে পারি?