Re: গ্যালারীর দর্শককে গালি দিল তামিম ইকবাল (ভিডিও) !
বেচারা দেশের জন্য খেলে তাই তাকে গালি হজম করতে হবে , যদি বধহজম করে তাহলে বলতে হবে তার কাছ থেকে কেউ এটা আশা করে নাই । আমার প্রশ্ন সেকি কারো কাছে গালী আশা করেছিল ? নাকি গালি শুনার জন্য খেলে ?
একজন ওয়েব প্রফেশনাল আর একজন তামিম ইলবালের মধ্যে অনেক পার্থক্য।
সে তো থাকবেই, ওয়েব প্রফেশনাল কাজের বিনিময়ে গালি পায় না এবং আশাও করে না , কিন্তু তামিম প্রফেশনাল খেলোয়াড় হয়া সত্তেও কাজের বিনিময়ে গালি পায় আর যদিও সে এটা প্রত্যাশা করে না। আর কোনো পার্থক্য জানতে চান কি ?