টপিকঃ শুধু মাত্র সেরা প্রাজন্মিক (ফোরামিক) ২০১২ নির্বাচন করা হোক
এবার মডুদের টাইম নাই তাই ফোরামের সেরা টপিক নির্বাচন করা হচ্ছে না কিন্তু
১। সেরা প্রাজন্মিক (ফোরামিক) ২০১২
২। সেরা নতুন প্রাজন্মিক (ফোরামিক) - ২০১২
তো সহজে নির্বাচন করতে পারে। শুধু মাত্র গুগল DOC এ নাম চাইতে পারে ফোরামিকদের কাছে। সেখান থেকে সেরা ৫ জন নিয়ে একটি টপিক খুললেই তো সেরা প্রাজন্মিক নির্বাচন করা সম্ভব। এতে মডুদের বেশী সময় লাগবে না।
একি পদ্ধতিতে ইচ্ছা করলেই বাকি নির্বাচন গুলোও করা সম্ভব।