Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম
শুভ জন্মদিন প্রজন্ম।
ধন্যবাদ রাজু ভাইয়া। তারিক ভাই, শিপলু ভাই, স্বপ্নচারী ভাই, উদাসীন দা, শামীম ভাই, মেহেদী ভাই সহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যাদের আন্তরিক সেবা ও চেষ্টার ফলে আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। করুণাময় আপনাদের সবার মঙ্গল করুণ।
৫ বছর হয়ে গেলো ! শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম আর রাজু ভাইকে ধন্যবাদ এরকম একটা ফোরাম তৈরি করার জন্য।
চেয়ার্স
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম
শুভ জন্মদিন প্রজন্মফোরাম
একটু কি দেরি হয়ে গেল ?
শুভ জন্মদিন।
জেনে খুশি লাগছে যে কন্ট্রিব্রিউটরদের দলে আরো কেউ যুক্ত হচ্ছে। আমি তো সেই কবে আপগ্রেডেশনের কাজ শুরু করে এখন আর এগুতে পারছি না। ব্যস্ততার জন্য। আজ করব কাল করব করতে করতে হঠাৎ দেখি অনেক দিন হয়ে গেছে।
প্রথমদিকে প্রজন্ম দেখে অবাক হয়ে তাকিয়ে ছিলাম। না, কোন স্পেশ্যাল কারণে না। সবাই যে জন্যে অবাক হয় সেজন্যেই। ২০০৭ সালে পুরো পৃষ্ঠা জুড়ে বাংলা লেখা দেখলে অবাকই লাগার কথা। কোথাও একটু ইংরেজীর ছিটেফোটা নেই। এখনও কল্পনা করলে ভাবি যে, পেজের ডিজাইন, ফন্ট নিশ্চই বেশ ভাল ছিল তখন। কিন্তু না, তা না। আসলে, মাতৃভাষার যে একটা আবেদন আছে, তার কাছে ডিজাইন, ফন্ট এসব কিছুই না। ঐ আবেদনের কারণেই এখনও মনে হয় "প্রজন্মকে প্রথম দেখা ভোলার নয়"।
শুভজন্মদিন প্রজন্ম ফোরাম এবং মরুভূমির জলদস্যুকে
শুভ জন্মদিন প্রিয় ফোরাম প্রজন্ম, সাথে অভিনন্দন সকল প্রাজন্মিককে।
প্রিয় ফোরামের জন্মদিনে আসুন সবাই শপথ নেই ভেদাভেদ ভুলে আবার প্রিয় ফোরামটিকে রাঙ্গিয়ে তুলি।
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম ........
ভাইজানের সাথে আমিও সুর মিলাই
ভেদাভেদ ভুলে ফোরামে রাঙ্গিয়ে তুলি ........ হাসি আনন্দে
শুভ জন্মদিন। প্রজন্ম ফোরামে কিছু না লেখলেও প্রতিদিন ২ থেকে ৩ বার ঢু মারি। আর প্রায় সব কটা টপিক ই পড়ি। সত্যি বলতে গেলে প্রজন্ম ফোরাম আমার চিন্তা চেতনার অনেকাংশের গঠনের সহায়তা করেছে। চটুল কৌতুক থেকে শুরু করে গুরুগম্ভির বির্তক আমাকে সব সময় আন্দোলিত করে। হয়তো কিছু দিতে পারি নাই। কিন্তু নেয়ার বেলায় আমি ছিলাম এক নাম্বার । এগিয়ে চলুক আমাদের প্রজন্ম ফোরাম।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম
০.০৩৯৬৭০৯৪৪২১৩৮৬৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৫.৪৯১১১৬৩০৩৬৬৮ টি কোয়েরী চলেছে