ভোল্ট হল বিভব পার্থক্যের একক এটাকে V দিয়ে প্রকাশ করা হয়।
আম্পায়ার হল বিদ্যুৎ প্রবাহের একক এটাকে A দিয়ে প্রকাশ করা হয়।মিলি এম্প হল ১আম্পায়ার এর ১০০০ ভাগের এক ভাগ।
ওয়াট হল ক্ষমতার একক এটাকে W দিয়ে প্রকাশ করা হয়।
এই তিনের মধ্যে সম্পর্ক হল W=V*A , মানে ভোল্ট আর আম্পায়ার এর গুনফল হল ওয়াট।
এখানে কিছু বানান ভুল হতে পারে , মাইন্ড খাইবেন না কইলাম।
এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।