টপিকঃ ভোল্ট,ওয়াট ও এম্প ওহম সম্পর্কে জানতে চাই

আমার ক্যামেরার ব্যাটারীতে লেখা ৭.২ ভোল্ট ও ১০৮০ মিলিএম্প
ছাত্র হিসেবে বরাবরই ফাকিবাজ ছিলাম।
এখন এই ওয়াট  ভোল্ট ও  মিলিএম্প এগুলোর মধ্যে সম্পর্ক একটু সহজ ভাষায় কেউ বর্ননা করলে উপকার হত।

স্পেশালি তাড় ছেরা কাউয়া ভাই

Re: ভোল্ট,ওয়াট ও এম্প ওহম সম্পর্কে জানতে চাই

Re: ভোল্ট,ওয়াট ও এম্প ওহম সম্পর্কে জানতে চাই

ভোল্ট হল বিভব পার্থক্যের একক এটাকে V দিয়ে প্রকাশ করা হয়।
আম্পায়ার হল বিদ্যুৎ প্রবাহের একক এটাকে A দিয়ে প্রকাশ করা হয়।মিলি এম্প হল ১আম্পায়ার এর ১০০০ ভাগের এক ভাগ।
ওয়াট হল ক্ষমতার একক এটাকে W দিয়ে প্রকাশ করা হয়।
এই তিনের মধ্যে সম্পর্ক হল W=V*A , মানে ভোল্ট আর আম্পায়ার এর গুনফল হল ওয়াট।

এখানে কিছু বানান ভুল হতে পারে , মাইন্ড খাইবেন না কইলাম।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: ভোল্ট,ওয়াট ও এম্প ওহম সম্পর্কে জানতে চাই

একটা বালতির মধ্যে পানি আছে, আর আছে তিনটি ফুটো। একদম নিচের ফুটো দিয়ে সবচেয়ে বেশি বেগে পানি বের হবে। কারণ নিচের ফুটোর উপরের পানির পরিমাণ সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম বেগে পানি বের হবে একদম উপরের ফুটো দিয়ে। কারণটি প্রথমটির উল্টো। আপনি পানির লেভেলকে ভোল্টেজের সাথে তুলনা করতে পারেন। আর ফুটো দিয়ে বের হয়ে আসা পানিকে কারেন্টের সাথে তুলনা করতে পারেন। আর বিস্তারিত জানতে গুগোল সাহেবতো আছেনই।

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: ভোল্ট,ওয়াট ও এম্প ওহম সম্পর্কে জানতে চাই

ভোল্ট হল বিভব পার্থক্যের একক। বিভব পার্থক্যকে পানির চাপের সাথে তুলনা করা যায়! কাউয়া ভাইয়ের মত! নীচের ফুটা দিয়ে তাড়াতাড়ি পানি বের হবে সুতরাং ওটার চাপ বেশী! ঠিক একই ভাবে এক জায়গায় কম বিভব এবং আরেক জায়গায় বেশী বিভব থাকলে বেশী বিভব থেকে অতিরিক্ত বিভব কম বিভবে আসতে থাকবে (একচুয়ালি কমের ইলেক্ট্রণ বেশীর দিকে যাবে।) বিভব পার্থক্য ছাড়া কারেন্ট প্রবাহিত হয় না। তাই বিভব পার্থক্য বজায় রাখার জন্য শক্তির প্রয়োজন হয়। শক্তির একক হল জুল। আর প্রতি সেকেন্ডে কত জুল কাজ হয় সেটাই হল ক্ষমতা বা ওয়াট ।প্রতি সেকেন্ডে কত কাজ হচ্ছে তার হিসাব ওয়াটে করা হয়!

কারেন্ট/তড়িতের একক হল অ্যাম্পিয়ার। ১ মিলি এম্পিয়ার=১০^-৩ বা ১০/১০০০ অ্যাম্পিয়ার। একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোন তারের মধ্যে প্রতি সেকেন্ডে ১ কুলম্ব চার্জ প্রবাহিত হলে তাকে ১ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলা হয়। smile

আর কিছু? smile