টপিকঃ এবারের বিপিএল কি জমবে ?
আগে থেকেই ভারত বিপিএল বয়কট করছিল। আর এখন পাকিস্তানও বিপিএল এ খেলোয়াড় দেবে না। তার ওপরে শ্রীলংকা ও ওয়েস্টইন্ডিজ এর নামি খেলোয়াড় নাই। আর টিকিটের সর্বনিম্ন মূল্য ৩৫০ টাকা (শুধু মাত্র এয়ারটেল ও ছাত্ররা ১০৫ টাকার ডিসকাউন্ট পাবে)। এতো কিছু পরেও কি বিপিএল জমবে বলে মনে করেন আপনি ?