টপিকঃ অবশেষে জেনুইন... উইন্ডোস ৮ প্রো ₹১৯০০/ $৩৯.৯৯
ENJOY AS U LIKE IT
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » অবশেষে জেনুইন... উইন্ডোস ৮ প্রো ₹১৯০০/ $৩৯.৯৯
খুবই সস্তায় দিচ্ছে।
ধন্যবাদ।তবে আমার পাইরেড ই ভরসা
MSDN কর্মসূচির বদৌলতে গত বছরের আগস্ট মাস থেকেই জেনুইন উইন্ডোজ ৮ প্রো ব্যবহার করছি, সম্প্রতি আবার ফ্রি তে মিডিয়া সেন্টার লাইসেন্স পেয়েছি
স্টুডেন্ট (ডৃমস্পার্ক) ছাড়াও মাইক্রোসফটের আরো একটা প্রোগ্রাম আছে - সম্ভবত: ওয়েবসাইট স্পার্ক (নাকি স্টারটাপ স্পার্ক?) নামে। এমএসডিএন-এ আমাদের স্টার্টআপটা রেজিস্টার করেছিলাম - ৫টা উইন্ডোজ সার্ভার ২০১২ লাইসেন্স (+ আরো কিছু সার্ভার ২০০৮ লাইসেন্স) এবং অন্যান্য অসংখ্য সফটওয়্যার ফ্রী দিয়ে দিয়েছিলো।
এতগুলো সার্ভার ২০১২ লাইসেন্স পেয়ে ভেউভেউ করে কেঁদে দিয়েছিলাম - জ্বী না, আনন্দে না, দু:খেই
বছর দুয়েক আগেই ২টা সার্ভার 2008R2এন্টারপ্রাইয (৫০ ক্যাল) এবং ১টা 2008R2 স্ট্যান্ডার্ড (৫ ক্যাল) কিনেছিলাম আমরা
ইশ!
ঐসময় এই প্রোগ্রামটার খোঁজ পেলে কমপক্ষে ২-২.৫ লাখ নগদ বেঁচে যেতো!
এছাড়া আরো একটা উপায় আছে। এমএসডিএন-এর একটা পার্সোনাল সিংগল ডেভেলপার স্পেশাল সাবস্ক্রিপশন আছে - বছরে ২০০-৩০০ ডলারের মত দিতে হয়। ঐ প্ল্যানে মাইক্রোসফটের অফিস, উইন্ডোজ এবং সার্ভার ইত্যাদি সমস্ত সফটওয়্যারের লাইসেন্স পাওয়া যায় (তবে শুধুমাত্র ইন্টারনাল কাজের জন্য ব্যবহার করা যাবে )
উইন্ডোজ নাইন সিওর $20 এই দিবে! তখন নিমু নে। আশা করি ততদিনে পেপ্যাল আসবে
(আহারে! সেই দিনগুলো! যখন তারা বলত '১০০০০ টাকা দিয়ে উইন্ডোজ কিনতে পারি না'
)
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » অবশেষে জেনুইন... উইন্ডোস ৮ প্রো ₹১৯০০/ $৩৯.৯৯
০.০৪৪৬৫৪১৩০৯৩৫৬৬৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৭.৫৪০৩২২৪৬৮০০৫ টি কোয়েরী চলেছে