২১

Re: ফান্দে পড়িয়া বগা ... ... ...

আমি ঢাকায় আবিসিকে ( যেমন বসুন্ধরায়)  প্লট কিনে বাড়ি করতে চাই। রাজুক সার্কুলার থেকে জেনেছি বসুন্ধরার এ-এফ ব্লক পর্যন্ত শুধু অনুমোদিত। এখন যদি আমি "জে" ব্লকে তিন কাঠার প্লট কিনি যা রেজিস্ত্রি, মিউটেসন, ডিমার্কেসন করা আছে তাহলে কি বাড়ি করা যাবে? আমি দেখেছি "আই" "জে" ব্লকে অনেক বাড়ি করা আছে। যদি "এ-এফ" ব্লক পর্যন্ত শুধু রাজউকের অনুমোদন থাকে তাহলে আন্যান্য ব্লকে কিভাবে বাড়িগুলো হল এবং এর প্রক্রিয়া-ঈ বা কী??? আর বাড়ি করার পর বসুন্ধরা কর্তৃপক্ষ  কে কি প্রতি বছর/মাসে কোন চার্জ দিতে হয়?? প্রশ্ন গুলোর উত্তর পেলে বিশেষ কৃতজ্ঞ থাকবো।।