টপিকঃ থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
এই টপিকে আসুন থ্রিডি নিয়ে আলোচনা করে ।প্রাথমিকভাবে থ্রিডি শিখে সেটা শেয়ার করি ।থ্রিডি জনিত সমস্যায় আলাপ আলোচনা চালিয়ে যাই ।
আমার থ্রিডিস ম্যাক্স ২০০৯ দিয়ে তৈরী প্রথম কাজঃ
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » গ্রাফিক্স ডিজাইন » থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
এই টপিকে আসুন থ্রিডি নিয়ে আলোচনা করে ।প্রাথমিকভাবে থ্রিডি শিখে সেটা শেয়ার করি ।থ্রিডি জনিত সমস্যায় আলাপ আলোচনা চালিয়ে যাই ।
আমার থ্রিডিস ম্যাক্স ২০০৯ দিয়ে তৈরী প্রথম কাজঃ
এই টপিকে আসুন থ্রিডি নিয়ে আলোচনা করে ।প্রাথমিকভাবে থ্রিডি শিখে সেটা শেয়ার করি ।থ্রিডি জনিত সমস্যায় আলাপ আলোচনা চালিয়ে যাই ।
আমার থ্রিডিস ম্যাক্স ২০০৯ দিয়ে তৈরী প্রথম কাজঃ
ভাই আপনি কি ঐ টা ৩ডি ছবি দিছেন ??
আমি ৩ডি গ্লাস দিয়া তো দেখলাম ৩ডির মত লাগে না তো।
মোঃজাবেদ হোসেন লিখেছেন:এই টপিকে আসুন থ্রিডি নিয়ে আলোচনা করে ।প্রাথমিকভাবে থ্রিডি শিখে সেটা শেয়ার করি ।থ্রিডি জনিত সমস্যায় আলাপ আলোচনা চালিয়ে যাই ।
আমার থ্রিডিস ম্যাক্স ২০০৯ দিয়ে তৈরী প্রথম কাজঃ
ভাই আপনি কি ঐ টা ৩ডি ছবি দিছেন ??
আমি ৩ডি গ্লাস দিয়া তো দেখলাম ৩ডির মত লাগে না তো।
ভাইরে এই ৩ডি চশমা দিয়া দেখন যায় না। খেয়াল করেন আলো আর ছায়া। এভাবে ছায়া দেয়া ফটোশপ দিয়ে দিলে মাথা খারাপ হওয়ার দশা হইব।আর ৩ডি স্টুডিও ম্যাক্স দিয়া করলে ৫ মিনিটের মামলা। আর ৩ডি টা হবে খালি চোখে।চশমা লাগবে না। যেমনঃ
ওয়েব থেকে নেয়া
এ্যাত দামী সফটওয়্যার ব্যবহারে অভ্যস্থ না হয়ে বিনামূল্যের ওপেনসোর্স Blender ব্যবহার করুন। এর উপর বাংলা ও ইংরেজিতে নেটে প্রচুর ভিডিও টিউটোরিয়াল পাবেন।
এর উপর আইডিয়া নিতে http://www.blenderdesh.com/ ভিজিট করতে পারেন। এখানে ইন্টেরিয়র আর্কিটেকচার ফার্মের তত্বাবধানে তৈরী ভিডিও টিউটোরিয়ালগুলো বাংলাতেই। বেসিক টিউটোরিয়ালের পাশাপাশি পরিপূর্ণ মডেল তৈরীর টিউটোরিয়াল আছে সেখানে -- ভিডিওগুলো ভিমিও সাইটে রাখা ফলে সরকারসৃষ্ট ইউটিউবের ঝামেলা নাই। এছাড়া পর্যায়ক্রমে সেখানে এনিমেশন তৈরীর টিউটোরিয়াল যুক্ত হবে।
যেমন: নিচের ছবির মডেলটা তৈরী রেন্ডার করা নিয়ে ৫ পর্বের টিউটোরিয়াল আছে যেখানে পুরা স্ক্র্যাচ থেকে এই মডেলগুলো তৈরী করা হয়েছে ... ...
এটারও একটা টিউটোরিয়াল আছে
ব্লেন্ডারে রেন্ডার ইঞ্চিন দেয়া আছে কোনটা?
ব্লেন্ডারে রেন্ডার ইঞ্চিন দেয়া আছে কোনটা?
নিজে জানিনা। তবে এটা নিয়ে আসকার ভাইয়ের প্রেজেন্টেশনে দেখেছিলাম যে, এখানে মূল রেন্ডার ইঞ্জিন ছাড়াও কুইক রেন্ডার টাইপের একটা অপশন আছে, ফলে কোন পরিবর্তন ঠিকমত হল কি না সেটা মূল রেন্ডারিং-এর আগেই প্রিভিউ দেখে নেয়া যায়।
তথ্য খোঁজার জন্য গুগল একটা ভাল সোর্স:
এই লিংকে কিছু নাম পেলাম:
Kerkythea
Sunflow
Indigo
3Delight
Metropolight
বুঝলাম সম্ভবত নিজস্ব রেন্ডার ইঞ্চিন নেই।
YafaRay ব্লেন্ডারের জন্য ভালো একটি রেন্ডারিং এঞ্জিন। গ্লোবাল ইল্যুমিনেশন ও রে-ট্রেসিং ভালোই হয়।
YafaRay ব্লেন্ডারের জন্য ভালো একটি রেন্ডারিং এঞ্জিন। গ্লোবাল ইল্যুমিনেশন ও রে-ট্রেসিং ভালোই হয়।
ধন্যবাদ জেলাল ভাই ।
বুঝলাম সম্ভবত নিজস্ব রেন্ডার ইঞ্চিন নেই।
আমার ল্যাপটপে ব্লেন্ডার ইনস্টল আছে কোনরকম অতিরিক্ত প্লাগইন ছাড়া। এখানেও রেন্ডার করা যায়। রেন্ডার মেনুতে Render image, Render Animation, OpenGL Render Image, OpenGL Render Animation নামক চারটা অপশন আছে।
ব্লেন্ডার উইকি অনুযায়ী এতে ডিফল্টভাবে দুইটা রেন্ডারিং ইঞ্জিন:
Blender Internal
Cycles
একটা স্ট্র বানালামঃ
অন্য এঙ্গেল থেকেঃ
Bitmap ইফেক্টঃ
হাই কোয়ালিটি রেন্ডার করতে পারছিনা
ব্যবহার করেছি 3DS Max 2009
ব্লেন্ডারের Cycles রেন্ডার কে বহুত মিস করলাম রেন্ডারের সময় ।
তবে ৫ সেকেন্ডের মধ্যেই রেন্ডার হয়ে গেল
3DS Max-এর ডিফল্ট স্ক্যানলাইন রেন্ডারিং এঞ্জিন দিয়ে হাই কোয়ালিটি রেন্ডারিং একটু বেশিই রিসোর্স হাংরি। তবুও, একটি স্ট্যান্ডার্ড Skylight ও একটি Spot Direct লাইট নিয়ে Light Tracing অ্যাডভান্স্ড লাইটিং সিস্টেম ট্রাই করতে পারেন। সিনে অল্প অবজেক্ট থাকলে উভয় লাইটের ইনটেনসিটি কমিয়ে দিতে হবে। Spot Direct লাইটের কালার একটু হলদেটে করে নিতে হবে।
তবে, থ্রিডিএস ম্যাক্সের এখনকার ভার্শণগুলোতে মেন্টাল-রে রেন্ডারার, মেন্টাল-রে ম্যাটেরিয়াল ও মেন্টাল-রে লাইট দেয়া থাকে। সেগুলোও ট্রাই করতে পারেন। ভি-রে'র পাশাপাশি এক্সটেরিয়র ও ইন্টেরিয়র ডিজাইন ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে মেন্টাল-রেও বহুল ব্যবহৃত হয়।
3ds max 32 bit ও অন্যটির ডাউনলোড লিঙ্ক pm করুন প্লিজ
3ds max ও অন্যটির patch সমেত ডাউনলোড লিঙ্ক pm করুন প্লিজ
এটা ফোরামের নীতি বিরোধী ।
blender ফ্রি । কোন patch এর দরকার নেই । লিংকঃ http://blender.org
blender ফ্রি । কোন patch এর দরকার নেই । লিংকঃ http://blender.org
ডাউনলোড রলাম; কিছুই বুঝতে পারছিনা কি করতে হবে !
ডাউনলোড রলাম; কিছুই বুঝতে পারছিনা কি করতে হবে !
http://www.blender.org/education-help/tutorials/
আর বাংলায়:
http://blenderdesh.com/category/basic-tutorial/
অনেকদিন হল আঁকিবুঁকি করিনা, আজ আপনাদের আঁকা দেখে আমারো একটু আঁকতে ইচ্ছে হল। তাই ৫ মিনিট ব্যায় করে এটা আঁকলাম, জানি মোটেও হয়নাই.... তারপরও দিলাম এটা Serif DrawPlus x5 দিয়ে করা
২ডি প্রোগ্রামে ৩ডি বানিয়েছেন। ভালো হয়েছে। অমিতের ১ নং পঁচা সাবান।
২ডি প্রোগ্রামে ৩ডি বানিয়েছেন। ভালো হয়েছে।
অমিতের ১ নং পঁচা সাবান।
ধন্যবাদ জেলাল ভাই কিন্তুক বানাইলাম ইট, হয়ে গেল সাবান... তাও আবার "পঁচা সাবান"
২ডি প্রোগ্রামে ৩ডি বানিয়েছেন। ভালো হয়েছে।
অমিতের ১ নং পঁচা সাবান।
আপনার কমেন্ট পড়ে বিটিভির এডের কথা মনে পইড়া গেল !
বিঃদ্রঃ ওনি মনে হয় ইদ বানাইছেন ।চমত্কার হয়েছে ।
প্রজন্ম ফোরাম » চারুকলা » গ্রাফিক্স ডিজাইন » থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
০.০৭৬৮৩৫৮৭০৭৪২৭৯৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৭৯৮৭৬৬৬৬০৫৬৪ টি কোয়েরী চলেছে