Re: থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
শোভন ভাই চমৎকার
এটা আজকে বানালাম ।মডেল 45 মিনিটের টিউটোরিয়াল দেখে বানালাম
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » গ্রাফিক্স ডিজাইন » থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
শোভন ভাই চমৎকার
এটা আজকে বানালাম ।মডেল 45 মিনিটের টিউটোরিয়াল দেখে বানালাম
জাবেদ ভাই, হেলিকপ্টার এর স্পীড কমিয়ে দেন আর ডানপাশে যাওয়ার পরে হঠাৎ হাল্কা থেমে যায়
শোভন ভাই চমৎকার
![]()
![]()
![]()
এটা আজকে বানালাম ।মডেল 45 মিনিটের টিউটোরিয়াল দেখে বানালাম![]()
chopper-এর স্পীদ একটু কমান, ভালোভাবে দেখা যাবে।
আলোর নিশানএর জন্য একটা ইমোটিকন বানালাম
আজকে একটু মেন্টাল রে নিয়য়া ঘাটাঘাটি করলাম
খারাপ না। তবে কালার কম্বিনেশন নিয়ে একটু বেশী ভাবা উচিত
ভাল হয়েছে জবেদ। কালার চয়জের ক্ষেত্রে সন্স আরও বাড়াতে হবে।
আমার তৈরী দুটো থ্রিডি অ্যানিমেশন।ইউটিউবে দেখুন অথবা মোবাইল ভার্সন মোবাইলে ডাউনলোড করে নিনঃ
লিংকঃ http://wap.alor-nishan.com/anim3D.html
আমার তৈরী দুটো থ্রিডি অ্যানিমেশন।ইউটিউবে দেখুন অথবা মোবাইল ভার্সন মোবাইলে ডাউনলোড করে নিনঃ
লিংকঃ http://wap.alor-nishan.com/anim3D.html
মফিজ সুপারম্যঅন দেখলাম। ক্যামেরা নিয়ে আরো যত্নবান হতে হবে।
একটা স্পেসশিপ মডেল করলাম গতকাল
NATO নামের একটা থ্রিডি গেম ডেভলপমেন্টের কাজে হাত দিয়েছি ।
দুটো লেভেলের কাজ শেষ ।এটাতে একইসাথে কাররেস ,এয়ার রেস, স্পেস রেস ,FPS,RPG এর মজা পাওয়া যাবে ।
কিছু স্ক্রিনশুট ,
মেন্যু
স্পাইডার বস
হেলিকপ্টার এর টেস্ট ফ্লাইং (টেক্সার ছাড়া)
FPS Test
NATO নামের একটা থ্রিডি গেম ডেভলপমেন্টের কাজে হাত দিয়েছি ।
Unity দিয়ে করছেন নাকি?
Unity দিয়ে করছেন নাকি?
জ্বি ভাই,Unity 3D।
গেমের অবজেক্ট এবং মডেল 3ds max এবং ব্লেন্ডারে করা।
সাউন্ড ইফেক্ট নেট থেকে (পাইরেটেড নয়। কিছু ওয়েবসাইটে পাবলিক ডোমেইন লাইসেন্সের আওতায় এগুলো পাওয়া যায়) সংগৃহিত
মেরাজ০৭ লিখেছেন:Unity দিয়ে করছেন নাকি?
জ্বি ভাই,Unity 3D।
গেমের অবজেক্ট এবং মডেল 3ds max এবং ব্লেন্ডারে করা।
সাউন্ড ইফেক্ট নেট থেকে (পাইরেটেড নয়। কিছু ওয়েবসাইটে পাবলিক ডোমেইন লাইসেন্সের আওতায় এগুলো পাওয়া যায়) সংগৃহিত
তাহলে তো এন্ড্রয়েড এ রিলিজ দিতে পারবেন।
ব্লেন্ডার নিয়ে একদিন বসেছিলাম। ১% ও কিছু করতে পারিনি। এত কঠিন কেন?
সিনেমা ৪ডি তে একদিনে ৮০% কাজ শিখে ফেলেছিলাম।
ব্লেন্ডার নিয়ে একদিন বসেছিলাম। ১% ও কিছু করতে পারিনি। এত কঠিন কেন?
সিনেমা ৪ডি তে একদিনে ৮০% কাজ শিখে ফেলেছিলাম।
আমি সিনেমা ফোরডিতে আজ পর্যন্ত হেয়ার সিমুলেটিং ছাড়া আর কিছুই করে উঠতে পারিনি আমার কাছে এর থেকে ম্যাক্স এবং ব্লেন্ডারকেই বেশি সহজ মনে হয়
শিখি শিখি করে ব্লেন্ডার ধরেছিলাম ২ বছর আগে, কিছুই পারি নাই, শেষে সিনেমা ফোরডী বছর খানেক আগে ট্রাই করেছিলাম, আমার ভার্সনের সাথে নেটে পাওয়া টিউটোগুলোর কিছু না কিছু আজগুবি ঝামেলা লেগেই থাকতো, তাই টিউটো ফলো করতে পারতেছিলাম না, (পরে অবশ্য অন্য ভার্সনে সব বাটন পেয়েছিলাম) পরে আর তাই করা হয়নি
এমনিতে অবশ্য আফটার ইফেক্টস এ ভিডিও এডিটিং এর কাজে লাগে এমন কিছু কাজ করা হয়েছিল থ্রিডি পরিবেশে
টপিকটা চমৎকার লাগল
মেরাজ০৭ লিখেছেন:ব্লেন্ডার নিয়ে একদিন বসেছিলাম। ১% ও কিছু করতে পারিনি। এত কঠিন কেন?
সিনেমা ৪ডি তে একদিনে ৮০% কাজ শিখে ফেলেছিলাম।আমি সিনেমা ফোরডিতে আজ পর্যন্ত হেয়ার সিমুলেটিং ছাড়া আর কিছুই করে উঠতে পারিনি
আমার কাছে এর থেকে ম্যাক্স এবং ব্লেন্ডারকেই বেশি সহজ মনে হয়
হে হে যার যেটা সহজ লাগে আরকি
কিছু কারণবশত ন্যাটো এর রিলিজ ডেট পেছানো হয়েছে । গেমটি ১৫ই জুন ২০১৪ এ মুক্তি পাবে।
গেমটি ফেভিকন বাংলাদেশ অথবা বিকাশের সৌজন্যে সারাদেশে সিডি ও প্রেরণ খরচ স্বাপেক্ষে বিতরণ করা হবে।
বিঃদ্রঃ স্পন্সর কে হবে তা এখনও নিশ্চিত নয়।
NATO - A Bangladeshi 3D Game
অফিসিয়াল ফ্যানপেজঃ https://facebook.com/nato3d
প্রজন্ম ফোরাম » চারুকলা » গ্রাফিক্স ডিজাইন » থ্রিডি নিয়ে আড্ডা ,থ্রিডি শিখে পোস্টানোর টপিক ।
০.০৯২৯০৮১৪৩৯৯৭১৯২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৪৯১০৪৫৮৬৫২৫ টি কোয়েরী চলেছে