জেলাল ভাই আপনার আগের পোস্টেকে এড্রেস করিনি। ভেবেছি আরেকটু ভাল ভাবে ট্রাই করে পরে উত্তর দেব। কিন্তু সময় পেলাম না। Photomodeler এবং Obj2VR দুইটাই ইনস্টল করেছি। Photomodeler ডেমু ভার্সনে নিজের ছবি দিয়ে কিছুই করা যায় না। ওদের ছবি দিয়ে ট্রাই করলাম কিন্তু মডেল ক্রিয়েট করতে পারলাম না।.... একেবারেই ইউজার আন-ফ্রেন্ডলী! Obj2VR দেখে ভালই মনে হল তবে ছবির ব্যাপারে অনেক রিকুয়ারমেন্ট দেখলাম। নির্দিশ্ট এঙ্গেল থেকে নির্দিশ্ট সংখ্যক নির্দিশ্ট ধরনের ছবি, রো বাই কলাম করে ইনপুট দিতে হবে দেখা যাচ্ছে। নতুন করে আবার ছবি তুলতে হবে। আরেকটু সময় পেলে আরো ভাল ভাবে ট্রাই করব।
জেলাল লিখেছেন:বাই দ্যা ওয়ে, জাস্ট ফর কৌতুহল, 123D-তে আপনার dog-এর ইমেইজগুলোতে পয়েন্ট ম্যাপিং/ম্যাচিং হাতে কেমন করতে হয়েছে? নাকি পুরোটাই অটো-ক্যালিব্রেশন করে নিয়েছে? আপনার ভিডিওটা দেখে বোঝা গেল থ্রিডি কিন্তু ভালোই আউটপুট দেয় এটা। আচ্ছা, কি কি থ্রিডি ফরম্যাট (VRML/3DS/OBJ/STL etc.) ডাউনলোড করতে দেয় এটা? আর, পার-ডে ইমেইজ-টু-থ্রিডি কনভার্শনের কোন লিমিট আছে কি?
কোন পয়েন্ট ম্যাপিং নাই। যাস্ট পয়েন্ট এন্ড সুট ক্যামেরা দিয়ে ঘুরে ঘুরে কতগুলো ছবি তুলেছি। এমকি ট্রাইপডও ব্যাবহার করি নি। ছবির এঙ্গেলে কোন অর্ডারের প্রয়োজন নাই। সবকিছু সফ্টওয়ারটা নিজেনিজেই করে নেয়। শুধু একটাই রিকুয়ারমেন্ট তা হল ছবিতে বা বেকগ্রাউন্ডে আইডেন্টিফায়েবল কিছু থাকেতে হবে । এই জন্য কতগুলো কাগজের টুকরা কুকুরটার আসে-পাশে ছড়িয়ে রেখেছি...
নতুন প্রজেক্ট ক্রিয়ে্ট করে ছবি আপলোড করার কিছু সেকেন্ড পর 3dp ফরমেটের একটা ফাইল ডাউনলোড করতে দেয় (ইমেইলে বা সরাসরি এপ্লিকেশনে) যেটা ওদের সফ্ট দিয়ে ওপেন করা যায়। ফাইনাল আউটপু কি ফরমেটে দেয় দিখিনি বাসায় গিয়ে দেখে জানাব। প্রজেক্টে একটু ইডিট করলেই পুরো প্রজেক্ট অনলাইনে আপলোড করে হয় তাই এটাতে বেশিদুর আগাইনি।
আমার কথা হল এই টেকনোলজী যেহেতু আছে.... এটার অফলাইন বেসড কম্পিটেটরও থাকার কথা। কিন্তু সেটাই খুজে পেলাম না!