Re: শীতের দিন পিঠা তো খেতেই হবে ...........
চমৎকার পিঠা - পুলি পিঠা। তবে এটা চালের গুড়া দিয়ে সবচে' ভালো হয়। আর ধারগুলো হাত দিয়ে মুড়ে দিলে চমৎকার হয়। এই ভাজা পুলি ছাড়া দুধ পুলি, ভাপা পুলি এবং পাঁচ পিঠাও খেয়েছি। এগুলোর স্বাদ অতুলনীয়!
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।