টপিকঃ কম্পিউটারের হ্যাং হওয়া বন্ধ করুন।(এক্স পি অপারেটিং সিস্টেম)
এক্স পি অপারেটিং সিস্টেমে কাজ করতে গিয়ে মাঝে মাঝে not responding লেখা সহ একটি window open হয়।এর ফলে কাজ বন্ধ হয়ে যায়।ইচ্ছে করলে এই সমস্যা এড়াতে পারেন অল্প কয়েকটি ক্লিকে।
এই সমস্যা দূর করতে আপনার কম্পিউটারের Start থেকে Run যান।Run এ regedit লিখে Enter চাপুন।এখন যে window টি আসবে সেখান থেকে HKEY_CURRENT_USER ক্লিক করুন,তারপর control panel এ ক্লিক করে Desktop এ যান।এরপর window এর ডান দিকের অংশের AutoEndTask অপশনে double click করলে যে edit string নামে window টি আসবে তার value data অংশে ০ এর পরিবর্তে ১ লিখুন। ok ক্লিক করার পর আপনার কম্পিউটারের not responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে। এর ফলে কম্পিউটারের হ্যাং হওয়া বন্ধ হবে।
এই সাইটঘুরে আসুন আর সাইট সম্পর্কে আপনার মতামত দিন।
সাইটের SEO অংশটি নিয়ে কাজ করছি।আপনাদের সাহায্য একান্তভাবে কাম্য।
লিখাটি techtweets এও প্রকাশিত হয়েছে।