Re: ৬০ বছর নামাজ না পরলে কত দিন জাহান্নামে থাকতে হবে ?
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » জানা-অজানা » ৬০ বছর নামাজ না পরলে কত দিন জাহান্নামে থাকতে হবে ?
নামাজ পড়তেই হবে.....!
জীবনের প্রতিটি কাজের চেয়ে নামাজকে অগ্রাধিকার দিতে হবে।
নামাজ ছাড়া যাবে না....।
"নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজের সময় হয়েছে", প্রতিটি মুসলিম নরনারীর জন্য নামাজ ফরজ.
( অ.ট. এক অফিসের বস প্রতিদিন দেখে তার এক কর্মচারী নামাজ পড়ে না, একদিন তিনি তাকে ডেকে জিজ্ঞাস করেন এই তুমি নামাজ পড়োনা কেন, সে বল স্যার কাজের চাপে নামাজ পড়তে পারিনা............বেশ কয়েকদিন পর বস সেই কর্মচারীকে কিছু কাজ দিয়ে তার রুমে তার সামনে বসে কাজ করতে বলেন, ৪/৫ ঘন্টা এক নাগাড়ে কাজ করতে করতে হঠাৎ কর্মচারীটি বলেন স্যার ওয়াশরুমে যাবো , বস সেদিকে কর্নপাত করেনা বলেন কাজ করো, কিছুক্ষন পর আবার স্যাস যাবে আর আসবো, বস আবার সেদিকে কর্নপাত করেনা বলেন কাজ করো, এভাবে কিছু ক্ষন চলতে চলতে হঠাৎ করে সেই কর্মচারী বসের অনুমতি না দিয়েই ওয়াস রুমের দিকে দৌড় দেয়, ওয়াসরুমে কাজ শেষে ফিরে এসে আবার বসের সামনে বসে বসে, বস বলে কি ব্যাপার তুমি আমার অনুমতি না দিয়ে কাজ ফেলে দৌড় দিলে কেন? কর্মচারী বলে, স্যার অনেক জোরে প্রেশার এসে চিলো ধরে রাখতে পারি নাই তাই বাধ্য হয়ে দৌড় দিলাম, বস তখন বল্ল তোমার চাপ সহ্য করতে পারলে তাই তুমি আমার সামনের থেকে কাজ ফেলে দৌড় দিয়ে পালাতে পারলে, কিন্ত নামাজ সময় হলে কিন্ত তুমি তা পারো না কেন? কাজ না করলে চাকুরী যাবার সাজা হতে পারে সেই ভয় আছে নামাজ না পড়লে কি কোন সাজার ভয় নেই?)
তওবা করতে হবে...
আল্লাহ্ তওফিক দান করুক। আমীন।
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » জানা-অজানা » ৬০ বছর নামাজ না পরলে কত দিন জাহান্নামে থাকতে হবে ?
০.০৩৬৪৮০৯০৩৬২৫৪৮৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪৮.৪১১৩৬৫৫৯২২৪১ টি কোয়েরী চলেছে