১২১

Re: ভারত-পাকিস্তান সিরিজ সংক্রান্ত সকল আলোচনা

টপিক লক করার সময় আসলো বলে

১২২

Re: ভারত-পাকিস্তান সিরিজ সংক্রান্ত সকল আলোচনা

সেভারাস লিখেছেন:

টপিক লক করার সময় আসলো বলে

সিরিজ তো শেষ এখন লক করে লাভ কি ?

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১২৩

Re: ভারত-পাকিস্তান সিরিজ সংক্রান্ত সকল আলোচনা

দ্যা ডেডলক লিখেছেন:
সেভারাস লিখেছেন:

টপিক লক করার সময় আসলো বলে

সিরিজ তো শেষ এখন লক করে লাভ কি ?

সিরিজ তো শেষ, আলোচনা করে আর লাভ আছে। লক করে দিলেই তো ল্যাঠা চুকে যায়

১২৪

Re: ভারত-পাকিস্তান সিরিজ সংক্রান্ত সকল আলোচনা

সেভারাস লিখেছেন:

সিরিজ তো শেষ, আলোচনা করে আর লাভ আছে। লক করে দিলেই তো ল্যাঠা চুকে যায়

আগামী দুই দিনের মধ্যে এমনিতেই টপিক ডেড হয়ে যাবে। আমার টপিক আমি লক হতে দেব না।

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১২৫

Re: ভারত-পাকিস্তান সিরিজ সংক্রান্ত সকল আলোচনা

হা**দের খেলার খবর নিয়ে টপিক খোলার অপরাধে ডেড্যুকেই লক করে দেওয়া হোক......  big_smile big_smile big_smile

আজ খবর দেখছেননি.......যাদের খেলা দেখে আমরা ক্যাচম্যাচ করছি.......ওরা খেলছে পাতানো ম্যাচ....... angry angry angry সুত্র দেখতে চাইলে।

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

১২৬ সর্বশেষ সম্পাদনা করেছেন সেভারাস (০৮-০১-২০১৩ ০৮:১১)

Re: ভারত-পাকিস্তান সিরিজ সংক্রান্ত সকল আলোচনা

মেহেদী হাসান লিখেছেন:

হা**দের খেলার খবর নিয়ে টপিক খোলার অপরাধে ডেড্যুকেই লক করে দেওয়া হোক......  big_smile big_smile big_smile

আজ খবর দেখছেননি.......যাদের খেলা দেখে আমরা ক্যাচম্যাচ করছি.......ওরা খেলছে পাতানো ম্যাচ....... angry angry angry সুত্র দেখতে চাইলে।

দাবী করা আর প্রমান করার মধ্যে অনেক পার্থক্য আছে।

আর কাউকে গালি দিতে চাইলে অন্য কোথাও দিন। এই খেলার সাব ফোরামে শুধু খেলা নিয়েই কথা বলুন

১২৭

Re: ভারত-পাকিস্তান সিরিজ সংক্রান্ত সকল আলোচনা

সেভারাস লিখেছেন:

দাবী করা আর প্রমান করার মধ্যে অনেক পার্থক্য আছে।

আর কাউকে গালি দিতে চাইলে অন্য কোথাও দিন। এই খেলার সাব ফোরামে শুধু খেলা নিয়েই কথা বলুন

ভাইজান........পাতানো খেলার দাবীটা কিন্তু আমার না.........আর তাই তা প্রমানের দ্বায়িত্বটাও নিশ্চয়ই আমারনা.........তবে যারা খেলা জানে বুঝে তারা ভালোকরেই বুঝেছে......ভারতকে হাতে রাখতেই পাকিরা শেষ ম্যাচটা ছেড়ে দিয়েছে.......।

আর ইন্ডিয়া-পাকিদের হা*মী বলাটা গালির মধ্যে পড়লে গালিকেই অসম্মান করা হয়.......।

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......