টপিকঃ এমন করেই চলে
নির্জনেতে তারা দু'জন গাছের ডালে বসে
একজনেতে চিমটি কেটে ফিচ্ফিচিয়ে হাসে।
চিমটি কাটা জায়গাটা তার লাল হল যে ফুলে,
রাগ করে তাই আরেকজনার টান মারলো চুলে।
চুলের উপর টান খেয়ে সে উঠলো ক্ষেপে ভারী,
গাল ফুলিয়ে,ঠোঁট বেঁকিয়ে, তার সাথে নেয় আড়ি।
রাগ করে তাই অপরজনা উঠল বলে "যখন
আমায় তুমি চিমটি কাটো কেমন লাগে তখন?"
ঝাম্টা দিয়ে আরেকজনে ঝন্ঝনিয়ে বলে
"চিমটি দিলাম একটু, তাতে টান মারবে চুলে?
যদি আমায় বাসোই ভালো এটুক রাখো শুনে,
চিমটি কিংবা ঝাঁটার বাড়ি সবটা নিবা মেনে।
মুখের উপর আরেকটিবার কথা যদি বলো,
লাকড়ি তোমায় বানিয়ে আমি কাল জ্বালবো চুলো।"
ঘাড় নাড়িয়ে অপরজনা একটু বলে ভেবে,
"আচ্ছা তুমি যেমন বল তেমন করেই হবে।"
......
সংসারেতে এমনি করেই সারা জীবন গেলো,
দু'জন থাকে ভীষণ খুশী, দেখেও লাগে ভালো।
ভালোবাসা মন্দবাসা আমরা যেটাই বলি,
করেও তারা, পড়েও প্রেমে, সংসারে নেই কালি।
যুগে যুগে তিনি এমন তাকে করেন ভয়,
তবেই তারা দুইজনে সংসারে সুখী হয়।