হা হা। মূল পোস্টটা দেখে খুব হাসলাম। শচীন অবসর নিয়েছে জন্য ক্রিকেট দুনিয়া ধ্বংস হতে যাচ্ছে? তাহলে বলতেই হয় যে, এই কথাটি মূলত যে বলেছে, ক্রিকেট সম্পর্কে তার কোনই জ্ঞান নেই। সে শুধু জানে শচীন একজন বিখ্যাত খেলোয়াড় যে ক্রিকেট খেলে। সেদিক থেকে বলতে গেলে বলতেই হয় যে, ক্রিকেট দুনিয়া আরও গ্রেট গ্রেট অসংখ্য খেলোয়াড় অবসর নেওয়ার কারণে অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে।
শচীন শুধুই একজন গ্রেট খেলোয়াড়, যার ক্যারিয়ার অসংখ্য রেকর্ড সমৃদ্ধ। আর কিছুই নয়। শচীন অবসর নেওয়ার কারণে ক্রিকেট ধ্বংস হয়ে গিয়েছে বলা হলে তাহলে এ কথাও বলতে হয় যে, পেলে কিংবা ম্যারাডোনা অবসর নেওয়ার কারণে ফুটবলও ধ্বংস হয়ে গিয়েছে। তাঁদের পরও যে আরও কত শত গ্রেট ফুটবলার পৃথিবীতে এসেছে এবং এখনও খেলে যাচ্ছে, তারা শুধুই কুতকুত খেলেছে এবং এখনও খেলছে। একইভাবে বেব রুথ অবসর নেওয়ার কারণে বেসবল এবং মাইকেল জর্ডান অবসর নেওয়ার কারণে বাস্কেটবলও ধ্বংস হয়ে গিয়েছে। ভবিষ্যতে রজার ফেদেরার অবসর নিলে টেনিসও ধ্বংস হয়ে যাবে।
আশা করি, আসল ব্যাপারটা বোঝার এটুকুই যথেষ্ট। শচীনের সাথে পুরো ক্রিকেট দুনিয়াকে টেনে না আনাই ভালো হবে।
সম্পাদনাঃ আরেকটা কথা না বললেই নয়। শচীনের চাইতে দলে প্রয়োজনের সময় অনেক বেশিই ভূমিকা রাখতো রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষণ। কই, তাদেরকে নিয়ে তো কাউকে হা-হুতাশ করতে দেখি না??!! তাদের অবদান তো কম নয়। শচীনের চাইতে বরং দ্রাবিড়-লক্ষণ অবসর নেওয়ার কারণে ভারতের ক্রিকেট দুনিয়া ধ্বংসের মুখে, এটা বললেও চলে।
চতুর্মাত্রিক.কম |
IntoWindows |
Phototuts+~~~
"If you have an apple and I have an apple and we exchange apples then you and I will still each have one apple. But if you have an idea and I have an idea and we exchange these ideas, then each of us will have two ideas." - George Bernard Shaw