Re: মায়ান ক্যালেন্ডার কিছুটা হলেও সত্য প্রমাণিত হল
@ সেভারাস আপনার কথাগুলা ঠিক তবে ভারতীয় ক্রিকেটে অর্থ একটা বড় ব্যাপার। আর এই অর্থ আমদানীতে শচীনের চেয়ে বড় কেউ নাই। তাই শচীন বেশীদিন খেললেই তাকে ঘিরে থাকা অর্থকরী ব্যাপারগুলা চালু থাকবে। ১০০ তম সেন্চুরীটা বিষয়টাও ছিল ঐটার ফসল। এটা নিয়ে হার্শাভোগলেরও লেখা আছে। রাহুল দ্রাবিরের অবসরে খুব খারাপ লেগেছিল। শচীনকে একটা কারণেই মনে রাখব তা হল ওর স্টায়ল। গ্রাউন্ডশটগুলা তুলনাহীন এরকম গ্রামারের খেলাতো এখন টি-২০'র সুবাদে লুপ্ত হতে চলেছে। শিবনারায়ানই এদের শেষ জন বলে মনে করি। সবশেষ এটা একজন ক্রিকেট উৎসাহীর লেখা তাই এটাকে বিশেষজ্ঞ পর্যায় থেকে কাটাছেঁড়া করার দরকার নাই।