টপিকঃ জলতাংক রোগের লক্ষণগুলো ও প্রতিকার কি ?

গত একমাস পূর্বে আমার আম্মা আবছা আলোতে (সম্পূর্ণ আলো নয় ) এমন একটি রুমে বসে পা ঝুলাচ্ছিল । হঠাত্ কোন এক প্রকারের প্রাণী যেন আমার আম্মার পা এর কনিষ্ট আঙ্গুলে কামড় দেয় । সাপ নয় এমন ধরনের প্রাণী একাজটি করেছে এমনটি শিউর হলাম অর্থাত্ চিকা নামে এক ধরনের প্রাণী । তবুও সাথে সাথে পা বেঁধে ব্লেড দিয়ে কেঁটে রক্ত বের করে দেই । পরের দিন একজন এমবিবিএস ডাক্তার (বিসিএস) কে ঘটনাটি বললে তিনি বলেন যেহুতু ২৪ ঘন্টা পার হয়েছে সেহেতু কোন প্রবলেম হবে না । তবুও টেট্রা ৫০০ খাওয়াইয়া দিন । পরে তার পরমর্শ মতো কাজ করি । কিন্তু গত ৩ দিন যাবাত্আমার আম্মার মাথা ঘোরায় অর্থাত্ মাথার ভেতর অস্থিরতা বিরাজ করে ও মাথা দিয়ে প্রচন্ড ঘাম ঝরে । এখন বুঝতে পারছি না কি হয়েছে আমার আম্মার । জলতাংক রোগের কি এসব লক্ষণ বা এ রোগের প্রতিকার কি জানালে উপকৃত হব ।

Re: জলতাংক রোগের লক্ষণগুলো ও প্রতিকার কি ?

সর্ব প্রথমে বলি যে জলাতঙ্ক(Hydrophobia) এই রোগটির জন্য দায়ী Rabis নামক এক প্রকার ভাইরাস।এই ভাইরাস টি যখন কোন কুকুর বা ক্যানিস গোত্রের প্রাণীর মধ্যে প্রবেশ করে তখন প্রাণীটি কিছুদিনের মধ্যে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে অর্থাত্ প্রাণীটি পাগলা হয়ে যায়।
                      এবার যদি এই প্রাণীটি কোন মানুষকে কামড়াই তাহলে ভাইরাসটি সেই ব্যক্তির দেহে প্রবেশ করে ও বিভিন্ন অস্বাভাবিক লক্ষণের প্রকাশ ঘটায়।
                                    যেমন- পেটে ব্যাথা,স্নান করতে অনীহা ভাব,জ্বর,শরীরের পেশী টান,অতিরিক্ত থুতু বের হওয়া এবং এর প্রধান লক্ষণ হল জল বা কোন তরল দেখে আতঙ্কিত হওয়া।
                               এই রোগের রোগীরা জল দেখে বা জলের কথা মনে পড়লে প্রচণ্ড আতঙ্কিত হয় বলে এই রোগের নাম জলাতঙ্ক বা Hydrophobia.
                    আপনার আম্মার এই সব লক্ষণ দেখে মনে হয় না যে উনাকে এই রকম কিছু হয়েছে।তবুও উনাকে একজন ডক্টরের কাছে দেখিয়ে নেবেন।
                    আমি আল্লার কাছে দোয়া করবো যে উনি ভলো থাকেন।কারণ আপনি যদি একবার কোনও জলাতঙ্কের রোগীকে দেখেন তাহলে আমার আপনার সবার ভয়ে রুহু কেঁপে উঠবে।

**আমি সর্বদা নুতুন কিছু শিখতে ভালবাসি।

সর্বশেষ সম্পাদনা করেছেন ভালোবাসার কোড (২২-১২-২০১২ ২০:৪৩)

Re: জলতাংক রোগের লক্ষণগুলো ও প্রতিকার কি ?

Re: জলতাংক রোগের লক্ষণগুলো ও প্রতিকার কি ?

Re: জলতাংক রোগের লক্ষণগুলো ও প্রতিকার কি ?

Re: জলতাংক রোগের লক্ষণগুলো ও প্রতিকার কি ?

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

Re: জলতাংক রোগের লক্ষণগুলো ও প্রতিকার কি ?

কুকুর, বিড়াল, শেয়াল ছাড়াও এই রোগ, বেজি(নেউল), বাদুড় ও অারও নানারকম প্রানি, এমনকি জ্বলাতন্ঙ্ক অাক্রান্ত মানুষের কামড়েও হতে পারে, শর্ত হল ঐ প্রানিটি অাগে থেকেই Rabis ভাইরাসে অাক্রান্ত থাকবে। সময়মত টীকা নিলে এই রোগ অাটকানো যায়। টীকা না নিলে মৃত্যু অনিবার্য।

Life IS Neither TEMPEST, NOR A midsummer NIGHT'S DREAM, BUT A COMEDY OF Errors,
ENJOY AS U LIKE IT

Re: জলতাংক রোগের লক্ষণগুলো ও প্রতিকার কি ?

বাংলা আমার আমি বাংলার।

Re: জলতাংক রোগের লক্ষণগুলো ও প্রতিকার কি ?