Re: বিশ্বের প্রতি ছয়জনের একজন মানুষ...
কেন দেয়না সেটা বুঝার ক্ষমতা আপনার আছে আশা করি।
নাহ রে ভাই। বুঝার ক্ষমতা নিতান্তই কম। জ্বিনভূত দেখতে পাই না বলেই হয়তো
কারণটি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলে ভালো হতো
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » সংবাদ বিশ্লেষন » বিশ্বের প্রতি ছয়জনের একজন মানুষ...
কেন দেয়না সেটা বুঝার ক্ষমতা আপনার আছে আশা করি।
নাহ রে ভাই। বুঝার ক্ষমতা নিতান্তই কম। জ্বিনভূত দেখতে পাই না বলেই হয়তো
কারণটি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলে ভালো হতো
দুনিয়ার টাইম শেষ হইয়া আসিল বুঝি!!
কারণটি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলে ভালো হতো
Here Goes Nothing,
ডাইরেক হটলাইন আল্লাহ দিয়েই দিয়েছেন। নামাজ হল আল্লাহর সামনে হাজির হবার সময়।
নবী যখন মিরাজে/মেরাজ এ যান তখন তিনি বলেন যে আমিতো আপনার সংগে দেখা করলাম, কিন্তু আমার উম্মতরা কিভাবে করবে? তখন আল্লাহ বলেন যে নামাজই তো মুমিনদের মেরাজস্বরুপ (কথাগুলো এক্সাক্টলি মনে নাই কিন্তু ভাবার্থ এরকমই)।
আন্জুমান আরা জোলি আপুর টুইটারের সাবস্ক্রাইব করার দরকার কি যখন আপনি তার সংগে দৈনিক ৫ বার দেখা করেন?
জ্বিনভূত দেখতে পাই না বলেই হয়তো
Btw. যে আমি ও জ্বীন দেখেছিলাম
আর Btw. দুনিয়ার শেষ টাইমে একজনই মুসলমান বাকি থাকবেনা।
আজ ১৮:১৭
কেন দেয়না সেটা বুঝার ক্ষমতা আপনার আছে আশা করি।
বাচ্চে তুমি যখন এই পোস্ট দিয়েছ তখন মাগরিবের নামায শুরু হচ্ছিল। কিন্তু তুমি মসজিদের দিকে পা বাড়াও নাই। যা একটি ফরয কাজ যা তোমাকে মানতেই হবে কিন্তু তুমি মানো নাই। তুমি বেপর্দা নারীদের নিয়ে নির্মিত মুভি, গেম ও ওয়েব সার্ফ করো। একটুও তোমার মনে বাধে কিনা তাই আমার প্রশ্ন। ইসলামে GF থাকা সরাসরি হারাম কিন্তু তোমার GF আছে।
আসলে অবচেতন মনে তুমি নিজেও আল্লাহকে বিশ্বাস করো না। তোমার পরিবার মুসলিম তাই তুমিও মুসলিম। কিন্তু অবচেতন মনে তুমিও এক প্রকারের নাস্তিক। যে ব্যাক্তি আল্লাহ কে বিশ্বাস করে - তার পক্ষে আল্লাহর নির্দেশ সবার আগে।
আসলে বেশীর ভাগ লোক ৬০ বছর বয়সের পরে ইসলামের পথে আসার ফিউচার প্লান করে। তার আগে মোজ করে নেওয়াই টার্গেট। তোমাদের কাছে একটাই হাদিস সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহকে মানলেই কিছু দিন আগুনে পোড়া তারপরে অনন্তকাল জান্নাতে থাকা।
arnob216 লিখেছেন:অধার্মিকদের ৬২ শতাংশ চীনএ। তাহলে টেনশন এর কিছু নাই। ওরা ১০০% ই হয়ে যাবে হয়তো আস্তে আস্তে। নিশ্চয়ই দেশের কোনো সমস্যা আছে।
অন্যভাবেও ভাবতে পারেন। চীন এখন পৃথিবীর কারখানা - ফ্যাক্টরী অব দি ওয়ার্ল্ড। চীন ছাড়া আধুনিক পৃথিবী কল্পনা করাও দুরূহ - তা সে আপনি দক্ষিণ আফ্রিকার বুশম্যানই হন বা নিউইয়র্কের গৃহিণীই হন। আমেরিকায় ক্রাইসিস হলে সারা দুনিয়া ক্রাইসিসে পতিত হয়। আবার ঐ আমেরিকাকেই নির্ভর করে চলতে হয় চীনের উপর।
আচ্ছা, এমনকি হতে পারে না... সমস্যা আসলে ঐ দেশে নয়, অন্যত্র?
আবার চিন্তা শুরু করতে হবে
দুনিয়াতে প্রকৃত ধার্মিক কেউ নাই, সে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেক মানুষই জীবনের কোন মূহুর্তে পাপ (গুনাহ) করে, তাই স্বর্গে (জন্নতে) কেউই যাবেনা। অাবার দেখা যাচ্ছে ধার্মিক অপেক্ষা অধার্মিকদের ইনটেলিজেন্স বেশী, তাই ভবিষ্যতে ধার্মিকদের সংখ্যা বৃদ্ধি (!) পেলেও তারা নাস্তিকদের সঙ্গে বুদ্ধিতে পেরে ওঠবে না। কথায় অাছে না"স্যাকরার ঠুকঠাক, কামারের এক ঘা"।
ভুত আপনার উত্তর সম্পাদনা করুন টপিক ভাল না লাগলে/ যথার্থ উত্তর দিতে না পারলে টপিকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন, উনার ধর্মহীনতায় আপনার কোন ক্ষতি হয়নি সুতরাং গায়ে পড়ে লেদাইতে আসছেন কেন? কে ধর্ম মানবে আর কে মানবে না এটা আপনি নির্ধারণ করার কে?আর এরকম ফালতু ভাষায় কথা বলতেও আপনার ধর্ম আপনাকে মানা করেছে,কিন্তু আপনি আপনার ধর্মই আগে মানছেন না, আগে নিজে শুধরান ,ফালতু কমেন্ট করা থেকে বিরত থাকুন।
ইসলাম মতে... একটি বড় ধরনের ধর্মযুদ্ধ শুরু হবে ইমাম মাহদি(আঃ) আসবেন তারপর আসবেন যীশু বা ঈসা(আঃ), ইহুদী ও ইয়াযূষ-মাযূষ গোত্রের দাবীকৃত ঈশ্বর দাজ্জাল আসবে,ইহুদি জাতি পুরুপুরি ধ্বংস হবে,ইসলামের স্বর্ণযুগ আসবে,ঈসা(আঃ) শাসন করবেন ৪০ বছর, ইন্তেকাল করবেন উনি, তারপর আরও ৪০ বছর অতিক্রম করবে,এই ৪০ বছরে মানুষ আবার ধর্মহীন হয়ে পড়বে আর তারপর ই আসবে ...
এটা তো অফিসিয়ালী! আন অফিসিয়ালী ধরলে এর সংখ্যা আরো অনেক বেশী হবে!
একটা জোক মনে পরল....
Someone ask "Father what will I do... I don't have faith in God!"
Father replied "Pretend!"
৮৩.৭% ধার্মিকের মধ্যে কত ভাগ ভানকারী সেটাই বড় গবেশনার বিষয়!
এদের ৬২ শতাংশই থাকে চীনে। চীনের জনসংখ্যার ৫২ দশমিক ২ শতাংশই ধর্মহীন।আর জাপানের মোট জনগোষ্ঠীর ৫৭ শতাংশই কোনো ধর্মে বিশ্বাস করে না।
কই চীনারা তো ভাল কিছু করলো না। বাচ্চাদের দুধে মেলামাইন মেশাতেও তো বাঁধে না। সেই তুলনায় জাপান ভাল। %৫ দেশি বিশাল ফ্যাক্টর।
আরে বাপরে... ভারত তো দেখি কেবল হিন্দুতেই ভর্তি ছবির রঙ অনুসারে ৷
![]()
৮৩.৭% ধার্মিকের মধ্যে কত ভাগ ভানকারী সেটাই বড় গবেশনার বিষয়!
আসলেই, এইটা একটা বিরাট বিষয়। এটাই আসল। ভান করি না সত্যি মানি বা কমপক্ষে জানার-মানার চেষ্টা করি।
@ভূত: আপনি কি জানেন না রাগ চলে আসলে বসে পড়তে বলা হয়েছে। যেন রাগ নিয়ন্ত্রণ করতে পারেন। এসব গালি দিয়ে কি লাভ। দয়করে কোন বিষয়েই চরমপন্থী হবেন না। আপনি গালি দেওয়াতে তো কিছু ঠিক হচ্ছে না। আপনি নিজেই ছোট হচ্ছেন।
@ভূত - ভিন্নমতের মানুষকে ডেসপারেটলি গালি দিয়ে একটা সাময়িক শান্তি আসে বটে, কিন্তু সেই অস্থায়ী শান্তি পাওয়ার জন্য নিজের সম্মান নষ্ট করা কতটা যুক্তিযুক্ত?
তোরে দোজখের আগুনে যখন পুড়াইব তখন আমার চেয়ে আর বেশি কেউ খুশি হইব না এটা গ্যারান্টি দিলাম, ভাল থাকিস।
সব ধর্মেই তো একি ডাইলগ । পাবলিক যাবে কোন দিকে
@ভূত - ভিন্নমতের মানুষকে ডেসপারেটলি গালি দিয়ে একটা সাময়িক শান্তি আসে বটে, কিন্তু সেই অস্থায়ী শান্তি পাওয়ার জন্য নিজের সম্মান নষ্ট করা কতটা যুক্তিযুক্ত?
নিজের তো বটেই অন্যদের সম্মান ও নষ্ট করে এসব লোক
আজ ১৮:১৭
কেন দেয়না সেটা বুঝার ক্ষমতা আপনার আছে আশা করি।বাচ্চে তুমি যখন এই পোস্ট দিয়েছ তখন মাগরিবের নামায শুরু হচ্ছিল। কিন্তু তুমি মসজিদের দিকে পা বাড়াও নাই। যা একটি ফরয কাজ যা তোমাকে মানতেই হবে কিন্তু তুমি মানো নাই। তুমি বেপর্দা নারীদের নিয়ে নির্মিত মুভি, গেম ও ওয়েব সার্ফ করো। একটুও তোমার মনে বাধে কিনা তাই আমার প্রশ্ন। ইসলামে GF থাকা সরাসরি হারাম কিন্তু তোমার GF আছে।
আসলে অবচেতন মনে তুমি নিজেও আল্লাহকে বিশ্বাস করো না। তোমার পরিবার মুসলিম তাই তুমিও মুসলিম। কিন্তু অবচেতন মনে তুমিও এক প্রকারের নাস্তিক। যে ব্যাক্তি আল্লাহ কে বিশ্বাস করে - তার পক্ষে আল্লাহর নির্দেশ সবার আগে।
আসলে বেশীর ভাগ লোক ৬০ বছর বয়সের পরে ইসলামের পথে আসার ফিউচার প্লান করে। তার আগে মোজ করে নেওয়াই টার্গেট। তোমাদের কাছে একটাই হাদিস সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহকে মানলেই কিছু দিন আগুনে পোড়া তারপরে অনন্তকাল জান্নাতে থাকা।
আপনের কথার উত্তর দিতেছি। ( কারেন্ট গেসিলোগা)।
ব্রাসুদা কে ধন্যবাদ, খবরটা শেয়ার করার জন্য।
মন্তব্য গুলো পড়লাম বিশেষ কিছু বলার নেই। কোথায় যেন পড়েছিলাম "ধর্ম মানুষকে সভ্য হতে শেখায়, সহিষ্ণু হতে শেখায়।" ভূতের মত কিছু মানুষদের আচরণে এই বাক্যটার প্রতি ভরসা ক্রমান্বয়ে কমেই যাচ্ছে।
ভুত আপনার উত্তর সম্পাদনা করুন
টপিক ভাল না লাগলে/ যথার্থ উত্তর দিতে না পারলে টপিকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন, উনার ধর্মহীনতায় আপনার কোন ক্ষতি হয়নি সুতরাং গায়ে পড়ে লেদাইতে আসছেন কেন? কে ধর্ম মানবে আর কে মানবে না এটা আপনি নির্ধারণ করার কে?আর এরকম ফালতু ভাষায় কথা বলতেও আপনার ধর্ম আপনাকে মানা করেছে,কিন্তু আপনি আপনার ধর্মই আগে মানছেন না, আগে নিজে শুধরান ,ফালতু কমেন্ট করা থেকে বিরত থাকুন
আমিও সেটাই বলতে চাই টপিক পছন্দ না এড়িয়ে যান।
@মডুদের প্রতি, এ ধরনের মন্তব্যের জরুরি ব্যবস্থা উচিত।
হায় হায় দুনিয়াতে দেখি অবিশ্বাসীর সংখ্যা দিন দিন বাড়তেসে, এই পরিসংখ্যান দেখে শুনলাম অনেকের ভেঙ্গে গেছে... সারিমের সাথে একমত! কেয়ামতের আর বেশি দেরি নাই
আসবে,ঈসা(আঃ) শাসন করবেন ৪০ বছর, ইন্তেকাল করবেন উনি, তারপর আরও ৪০ বছর অতিক্রম করবে,এই ৪০ বছরে মানুষ আবার ধর্মহীন হয়ে পড়বে আর তারপর ই আসবে
ঈসা(আঃ) কে চেনার উপায় কি ? যে কেউ তো আমি ঈসা(আঃ) বলে দাবী করতে পারে।
কিঞ্চিত অটঃ অবিশ্বাসীগন এখানে নিজের নাম যুক্ত করতে পারেন http://www.atheistcensus.com/
ঈসা(আঃ) কে চেনার উপায় কি ? যে কেউ তো আমি ঈসা(আঃ) বলে দাবী করতে পারে
হু, চেনার উপায় ধর্মগ্রন্থে বলা আছে। স্পেশাল পাওয়ার থাকবে ওইসব দেখে চেনা যাবে।
ঈসা(আঃ) কে চেনার উপায় কি ? যে কেউ তো আমি ঈসা(আঃ) বলে দাবী করতে পারে।
আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত নবী(সাঃ) বলেন - দামেস্কের পূর্ব-প্রান্তে সাদা মিনারের কাছে ঈসা(আঃ) দুটি রঙ্গিন চাদরে আবৃত হয়ে দুজন ফেরেশতার কাঁধে ভর করে অবতরণ করবেন।মাথা নিচু করলে টপ টপ পানি পড়বে।আবার উচু করলে কেশ-গুচ্ছ সুশোভিত মতি-সদৃশ দৃশ্যমান হবে।কাফেরের শরীরে তাঁর নিঃশ্বাস পড়া মাত্রই কাফের মৃত্যুর কোলে ঢলে পড়বে।
অবশ্য তখন কাফের বলতে থাকবে আসলে শুধু ৭০হাজার ইহুদিরা ও তাদের ঈশ্বর দাজ্জাল, খ্রিস্টানরা ঈসা(আঃ) আসার পর মুসলিম হয়ে যাবে। @ডেডু
কিঞ্চিত অটঃ অবিশ্বাসীগন এখানে নিজের নাম যুক্ত করতে পারেন http://www.atheistcensus.com/
![]()
![]()
Agnostic হিসাবে যুক্ত করে এলাম। সাইটটা বেশীদিন খোলা হয়নি। কিন্তু দুটো ইন্টারেস্টিং স্ট্যাটিসটিক্স পেলাম ভারত সম্পর্কে।
1) 78% এর বেশী মানুষ হিন্দু ব্যাকগ্রাউন্ডের। এবং খুব কম হলেও বৌদ্ধ ব্যাকগ্রাউন্ডের মানুষরাও নাস্তিক হয়েছেন।
2) 90% এর বেশী নাস্তিক পুরুষ। 10% এরও কম নাস্তিক মহিলা।
সার্ভে আরও এগোলে হয়ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » সংবাদ বিশ্লেষন » বিশ্বের প্রতি ছয়জনের একজন মানুষ...
০.০৮৬৯৩৭৯০৪৩৫৭৯১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৭৩৮৩৭৪৭৮৭৪৬৪ টি কোয়েরী চলেছে