টপিকঃ shiftdelete হওয়া ফাইল কিভাবে ফিরে পেতে পারি?
আমার কিছু ফাইল ভুলকরে shiftdelete করে দিয়েছি, এগুলো কি ফেরত পেতে পারি?
যদি সম্ভব হয় তাহলে কিভাবে?
খুব গুরুত্বপূর্ণ
জানালে উপকৃত হব।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » shiftdelete হওয়া ফাইল কিভাবে ফিরে পেতে পারি?
আমার কিছু ফাইল ভুলকরে shiftdelete করে দিয়েছি, এগুলো কি ফেরত পেতে পারি?
যদি সম্ভব হয় তাহলে কিভাবে?
খুব গুরুত্বপূর্ণ
জানালে উপকৃত হব।
আমার কিছু ফাইল ভুলকরে shiftdelete করে দিয়েছি, এগুলো কি ফেরত পেতে পারি?
যদি সম্ভব হয় তাহলে কিভাবে?খুব গুরুত্বপূর্ণ
জানালে উপকৃত হব।
PC Tools File Recover অথবা Recover My Files সফটওয়্যার টি ডাউনলোড করে Recover করতে পারেন । ।
রিকভার না করা পর্যন্ত ডিস্ক ডিফ্র্যাগমেন্ট চালাবেন না যেন
MiniTool Power Data Recovary = এইটাই আমার জন্য সবচেয়ে ভালো কাজ করেছে।
সহজ সফট হল undelete plus এটা ফ্রি ও ভাল।
প্রোফেশনাল লেভেলের চাইলে testdisk
google করুন পেয়ে যাবেন।
রিকভার করা ফাইল সেম পার্টিশনে রাখবেন না।
ইয়েস ... স্মার্ট সফট
EASEUS Data Recovery Wizard Professional আমার দেখা সবচেয়ে ভাল
EASEUS Data Recovery Wizard Professional আমার দেখা সবচেয়ে ভাল
দেড় মাস আগেই মনে হয় সমস্যার সমাধান হয়ে গেছে
সেভারাস লিখেছেন:EASEUS Data Recovery Wizard Professional আমার দেখা সবচেয়ে ভাল
দেড় মাস আগেই মনে হয় সমস্যার সমাধান হয়ে গেছে
সমস্যার সমাধান হয়ে গেলেও বিষয়টি একটি অতীব গুরুত্বপূর্ন বলেই আমি আমার পছন্দের প্রোগ্রামটির কথা বলেছিলাম। কারন মেমরি কার্ড থেকে হারানো ছবি এই সফটওয়্যার এর চেয়ে ভালো ভাবে কাউকে বের করতে দেখিনি
@সেভারাস
আপনার সাথে একমত। EASEUS Data Recovery Wizard Professional এক কথায় অসাধারণ। অনেক বিপদ থেকে কয়েকবার আমাকে বাঁচিয়েছে।
আমার ১ টিবির পোর্টেবল হার্ডডিস্ক থেকে অন্য কেউ না পারলেও এই প্রোগ্রামটা প্রায় ৭০% ছবি ফেরত দিয়েছিল
উদ্ধার করা ফাইগুলো মনে হয় আগের মতো ফোল্ডারে পাওয়া যাবে না।ডিফ্রাগমেন্ট না করে যদি ঐ ড্রাইভে উক্ত ফাইল ডিলিট হবার পর যদি কোন ফাইল কপি পেষ্ট করা হয়,তাহলে কি ডিলিট হওয়া ফাইল উদ্ধার পাওয়ার সম্ভবনা থাকবে কি?
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » shiftdelete হওয়া ফাইল কিভাবে ফিরে পেতে পারি?
০.০৫৯৬৩৮৯৭৭০৫০৭৮১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৯৩৬৬৭৯৫৪৪৫৮২ টি কোয়েরী চলেছে