টপিকঃ অপরাজয়
পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে
সাদা কাফনে জড়ানো এক মৃত কন্ঠস্বর,
মুগ্ধ বিস্ময়ে গেয়ে উঠেছিল
দেখে অন্ধকারের চাদর ঢাকা ভোর।
তখন ডান হাতে বই
আর বাম হাতে তলোয়ার ধরা মানুষ গুলোর মিনতি,
পলকে আর্তনাদের মতন সুরে
পাল্টে দিল এতদিনের অশ্রুধারার গতি।
বুকের উপর বসে গলায় চেপে ধরা
তীক্ষ্ণ ফলার শাসনে,
যে মানুষ গুলো এক রক্তচক্ষু মেলে
রাখতে চেয়েছিল এই পৃথিবীকে অগ্নিশিখার উপরে।
জেগে ওঠে যখন সেই কণ্ঠঃস্বর
তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে,
বই গুলো ছাই হয়ে বাতাসে মিলায়,
আর তলোয়ার গুলো শুকনো পাতার মত খসে পড়ে।
ভেবে দেখেছ কখনো?
কেন অকারণ ছিল এই ভয়?
ভোর যখন হয়েছে, আঁধার-ও কাটবে নিশ্চয়।
সেই অপেক্ষায়
অশ্রুবিন্দু, বুকের তাপে শুকোয়...
(সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা)
আমি তুমি সবাই মিলে এক, একই লাল সবুজের কোলে সবার নীড়।