টপিকঃ উবুন্টু লিনাক্স

আমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি ঢাকা থেকে আমার জন্য উবুন্টু লিনাক্সের একটি সিডি পাঠিয়েছেন। প্রথমবার সিডি থেকেই আমি লিনাক্স ব্যবহার করলাম তারপর ইনস্টল করলাম। তেমন কোন সমস্যা হয়নি।
যে সমস্যাটির কারনে আমি এখন এটি ব্যবহার করতে পারছি না তা হল স্ক্রিন রেজুলেশন। সেখানে কোন ক্রমেই রেজুলেশন ৬৪০ * ৪৮০ এর বেশি হচ্চে না। ফলে স্ক্রিনের অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি না। ইনস্টলের সময়ও বেশ কষ্ট হয়েছে এ জন্য।

আমি উইন্ডোজ এক্সপিতে ১০২৪*৭৬৮ ব্যবহার করছি।

দ্বিতীয়ত: কোন টার্মিনাল পাচ্ছি না যেখান থেকে আমি কমান্ডগুলো রান করবো। যেমন বুট প্রায়োরিটি পরিবর্তন করতে boot-admin রান করাতে পারছি না। আমার মেনুতেও এরকম কোন প্রোগ্রাম পাচ্ছি না।

রেজুলেশন টা ঠিক হলে না ঘেটে দেখতাম। কিন্তু এখন তো ওপেন করলেই মেজাজ খারাপ হয়ে যায়।

কোন সাহায্য?

Re: উবুন্টু লিনাক্স

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: উবুন্টু লিনাক্স

শামীম ভাই, প্রথম অপশনটি আমি খুজে পাইনি। ঠিক আছে আবারও খুজব। দ্বিতীয়টি পেয়েছি আগেই। কিন্তু সেখানে ঐ ৬৪০*৪৮০ এর বেশি দেখায় না।

Re: উবুন্টু লিনাক্স

মনেহয় আপনার গ্রাফিক্স কার্ডটা ঠিকমত পায় নাই। আপনি /etc/X11/xorg.conf এ Section "Screen"->SubSection "Display" (যেটার Depth 24)-->Modes "1024x768" যোগ করুন শুরুতে। edit করার আগে মনে করে xorg.conf ke backup রাখবেন। তারপর লগ অফ করে আবার লগ ইন করুন। যদি xserver crash করে তবে xorg.conf কে ব্যাকআপ টা replace korun. এটা ঠিক পথ না, কিন্তু আমি একবার কোন ডিস্ট্রো তে যেন উপকার পাইছিলাম। গ্রাফিক্স ড্রাইভার ইনিশিয়ালাইজ করা টা হল ঠিক পথ, কিন্তু আমি তা জানিনা sad

Re: উবুন্টু লিনাক্স

ধন্যবাদ আমান ভাই, আমি চেষ্টা করে দেখছি।

Re: উবুন্টু লিনাক্স

আমি এখন উবুন্টু থেকে লিখছি। শামীম ভাইয়ের পরামর্শ মত টার্মিনাল উইন্ডো পাইছি। বাংলায় থাকায় সমস্যা হচ্ছিল। আচ্ছা আমি বাংলা বাদ দিবো কিভাবে?

আর আমি xorg.conf ফাইলটি এডিট করতে পারছি না। বলছে পারমিশন নেই। ইনস্টল করার সময় ইউজারনেম ও পাসওয়ার্ড চাইলে আমি যা দিয়েছিলাম তা দিয়েই তো লগিন করলাম। এটিই কি রুট ইউজার নয়? তাহলে রুট ইউজারের পাসওয়ার্ড কি? আমি তো সেটা দেই নাই। অতএব জানিও না।

sad

Re: উবুন্টু লিনাক্স

আমি কোনভাবেই ঠিক করতে পারলাম না। ডেপথ ২৪ এর জায়গায় সব মুছে ১০২৪*৭৮৬ করেও দেখলাম। লাভ হচ্ছে না।

আমার খুবই বিরক্ত লাগছে। এমনিেতেই স্লো তারউপর আবার এই ঝামেলা।

তবে হ্যা, ইন্টারনেট বেশ ফার্স্ট এখান smile

Re: উবুন্টু লিনাক্স

আপনি $sudo vi /etc/X11/xorg.conf ট্রাই করে দেখেন।

উইন্ডোজ থেকে লিনাক্সে ইন্টারনেট অনেক ফাস্ট লাগে আমার কাছেও, আমার মনে হয় উইন্ডোজের ভাইরাস গুলা স্পীড খেয়ে দেয়.. আর ডিজাইন তো খারাপ হতেই পারে wink

Re: উবুন্টু লিনাক্স

১০

Re: উবুন্টু লিনাক্স

অাপনার screen resolution সমস্যা এখনও না মিটে থাকলে এটা run করুন-
sudo dpkg-reconfigure xserver-xorg
দেখবেন সব পরিস্কার!

১১

Re: উবুন্টু লিনাক্স

১২

Re: উবুন্টু লিনাক্স

হ্যা, সমাধান হয়েছছে(y)। কিন্তু যেভাবে একটা পর একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল তা ভয় পেয়েছিলাম আবার না সব আন্ধার হয়ে যায়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। smile

১৩

Re: উবুন্টু লিনাক্স

স্বপ্নচারী,
ধন্যবাদ! উফ্, এই একটা ভালো কাজের জিনিস শিখলাম।

১৪

Re: উবুন্টু লিনাক্স

অামি এক উবুন্তু পাগল। যে কোনো সমস্যা থাকলে জানাবেন, উত্তর দিতে চেষ্টা করব।
ধন্যবাদ।

১৫

Re: উবুন্টু লিনাক্স

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: উবুন্টু লিনাক্স

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (২১-০৪-২০০৭ ২১:৫২)

Re: উবুন্টু লিনাক্স

১৮

Re: উবুন্টু লিনাক্স

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (২১-০৪-২০০৭ ২৩:৪৩)

Re: উবুন্টু লিনাক্স

২০

Re: উবুন্টু লিনাক্স

আমি এখনও উবুন্টু ব্যবহার করি নাই:rolleyes:। রেডহ্যাট ৯ এই পড়ে আছি। আজকে এক বন্ধুর কাছে সিডি চেয়েছি। কয়েকদিনের মধ্যেই ব্যবহার করব আশা করি।

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত