টপিকঃ উবুন্টু লিনাক্স
আমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি ঢাকা থেকে আমার জন্য উবুন্টু লিনাক্সের একটি সিডি পাঠিয়েছেন। প্রথমবার সিডি থেকেই আমি লিনাক্স ব্যবহার করলাম তারপর ইনস্টল করলাম। তেমন কোন সমস্যা হয়নি।
যে সমস্যাটির কারনে আমি এখন এটি ব্যবহার করতে পারছি না তা হল স্ক্রিন রেজুলেশন। সেখানে কোন ক্রমেই রেজুলেশন ৬৪০ * ৪৮০ এর বেশি হচ্চে না। ফলে স্ক্রিনের অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি না। ইনস্টলের সময়ও বেশ কষ্ট হয়েছে এ জন্য।
আমি উইন্ডোজ এক্সপিতে ১০২৪*৭৬৮ ব্যবহার করছি।
দ্বিতীয়ত: কোন টার্মিনাল পাচ্ছি না যেখান থেকে আমি কমান্ডগুলো রান করবো। যেমন বুট প্রায়োরিটি পরিবর্তন করতে boot-admin রান করাতে পারছি না। আমার মেনুতেও এরকম কোন প্রোগ্রাম পাচ্ছি না।
রেজুলেশন টা ঠিক হলে না ঘেটে দেখতাম। কিন্তু এখন তো ওপেন করলেই মেজাজ খারাপ হয়ে যায়।
কোন সাহায্য?