
তাহমিদ আফসার লিখেছেন:চুম্মা চাটি নিয়ে পোষ্ট দেই মানে ? একটা জিনিস দেখে হাসি পেলে তা কেন শেয়ার করব না তা কি জানতে পারি?
আমারো প্যারিস হিলটনের সেক্সটেপ দেখে হাসি পায় তো ওটাকি শেয়ার করব?[কার কি দেখে হাসি আসবে তারতো ঠিক নাই]শিপলু ভাইয়ের কমেন্টটা পড়।তুমি যে নতুন শিং গজানো বাছুর এটা ভুলে যাই যাও খালি খালি ঢুস দেয়ার অবাধ অনুমতি দেয়া হল। 
জেমসবন্ড জেগে ঘুমালেতো জাগানো সম্ভব নয়।কি নিয়ে কথাটা বলেছি তা শিপলু ভাই ব্যাখ্যা করেছেন।এরপরও যদি যৌনসুড়সুড়ি আর ছোট বাচ্চাকে চুমু দেয়াকে তুলনা করেন তো কার কি বলার থাকতে পারে।[ছোট বাচ্চাকে চুমু দিয়ে লাল করাটাও সুসভ্য কাজ নয় পরে আ
চাইল্ড এবিউস কেসে ফেসে যাবেন
]প্রজ্ন্ম ফোরাম ধীরে ধীরে সোনার বাংলাদেশ বা যৌবনের যাত্রা বনে যাক আমার কি।আমিতো এটার এডমিন বা মডারেটর নই একজন সামান্য ফোরামিক মাত্র।শিপলু আপনার এত সুন্দর ব্যাখ্যার পরও এ ধরণের কমেন্ট হতে পারে।
সত্যিই প্রজন্মের মান দিন দিন বারছে। 
কিছুদিন আগে একটপিকে প্যারিসের ছবি দেয়া হল[ব্রাসু ভাইও চাইলে শুধু কুকুরের ছবি দিতে পারতেন কিন্তু তিনিও তা করেন নি]।যথারীতি তিন ফোরামিক মেরাজ,ডেডলক ও ফারহান গিয়ে সেটায় যৌনসুড়সুড়ি খুজে বের করলেন।এটা ঠিক কোন ধরণের মজা?আমার কাছে ইচ্ছাকৃত ফাইজলামি মনে হল যা আসলে এক ধরণের স্টুপিডিটি। 
"তেতি মা কি ছাকিনাকি " অবস্থা দেখি এই নিয়া যত বিয়ের টপিক উইথ ভবির ছবি দেয়া হইছে সবগুলায় ক্যাচাল লাগছে
আপনি কয়টা দেখেছেন্?মানুষকে হেয় করার মনোবৃত্তি নিয়ে টপিক খুললে সবাই চোখ বুঝে থাকবে বা আপনাদের মত যৌনসুড়সুড়ি খুজা আরম্ভ করবে এমনটা ভাবা ঠিক নয়।আমি ফাইজলামি করছি না।তাই কমেন্ট ওভাবেই করুন।"তেতি মা কি ছাকিনাকি " এগুলা কোন স্তরের ভাষা। 
seeming is being