টপিকঃ নতুন যারা খেলা দেখতে যাবেন তাদের জন্য কিছু কথা

আজ ৭ ডিসেম্বর ২০১২ আজ বাংলাদেশ বনাম ওয়েষ্ট ইন্ডিজ ৪র্থ ওয়ানডে।
যদিও আমরা পরপর ২ম্যাচ জিতে বেশ আনন্দেই আছি।
এইজন আমরা খেলাটা মাঠে গিয়ে দেখার আনন্দটা হাত ছাড়া করতে চাই না বিশেষ করে যারা ঢাকায় থাকি।
আজ প্রায় অনেক মানুষের  প্রতাশা বাংলাদেশ জিতবেই জয় হোক বাংলাদেশের।
মাঠে গিয়ে নিজ দলকে উত্সাহ দেয়ার আনন্দটাই আলাদা সত্যিই আমি প্রায় আমাদের ফতুল্লা ষ্টোডিয়ামের সবকয়টি প্রথম খেলাই দেখেছি আনেক আনন্দ করেছি। কিন্তু আমার মতো লোক যারা বহুদিন মাঠে খেলা দেখে না।
যদি বর্তমানে খেলা দেখতে মাঠে যায় তবে তাকে যে কত হয়রানির শিকার হতে হবে এটা যারা গেছে তারাই ভাল জানে। অবশ্যই আমরা আমাদের প্রিয় দল বাংলাদেশ কে প্রাণ ভরে দোয়া করবো। আর যারা ইতি মধ্যে পুরো রেডি তারা একটু এই টপিকে চোখ মেলে দেখুন।

১।যদি টিকেট আগেই কিনে থাকেন তবে তো ভালোই, না হলে ১০০টাকার টিকেট ৫০০টাকায় পাওয়া ও কঠিন হয়ে যায়। ২।অনেকেই নিজের বাসা থেকে রান্না করে খাবার এবং বিশুদ্ধ পানি বতলে করে নেয়, যদি ঐ আগের মতো বর্তমান সময়কে ভাবেন তবে  ঐ খাবার আর পানি করা ভাগ্যে আছে সেটা আল্লাহ্‌ জানে। ৩।আমরা যারা একটু দূর থেকে মানে আমার মতো লোক ঢাকা শহরে এসে কোন কিছু পছন্দ করলো কিনে নেবে (জুতা, প্যান্ট, অথবা মাকেটের ব্যাগ) সেটা নিয়ে খেলার মাঠে প্রবেশ না করাটাই হবে বুদ্ধিমানের কাজ। তা না হলে বাংলাছবির মতো আপনার ঐ ব্যাগটাকে নিরাপত্তা বাহিনী ছুড়ে ফেলে দেবে সেই ছবির অভিনয়ের মতোই।
৫।অনেকেই দামি সিগারেট ছাড়া ১মিনিটও চলতে পারে না দুই হাতে দুইটা থাকে।
তাদের কেও যে শুন্য হাতে প্রবেশ করতে হবে এটা ৫০০% গ্যারান্টি।  ৬।আমাদের দেশ এখন মোবাইল ফোন বেশ জনপ্রিয় সবার কাছে ২ থেকে ৩ পাওয়া বেপার না, অনেক দামি ফোনের অজিনাল হেডফোন থাকে এবং তা আমরা অনেক যত্ন করে রাখি।
তবে মাঠে যদি নিয়ে যেতে চাইলে পরে এটা গুলিস্তান থেকে কিনতে হবে।  এটা হয় তো আমার মতো হাবু (বাবু) জানে না।
তবে টিকেটের গায়ে অনেক নিষেধ আছে।  তাই এখন যারা খেলা দেখতে যাবেন তাদের যাতে এই বিষয় গুলো একটু খেয়াল থাকে।
সবাইকেই মন ভরে দোয়া করি বাংলাদেশ দল আজ জিতবেই।

Re: নতুন যারা খেলা দেখতে যাবেন তাদের জন্য কিছু কথা

হুম, মোবাইলের হেডফোন সম্ভবত ২০১০/২০১১ থেকে নিষেধ করা হয়েছে। আমি না জেনে গত ওয়েষ্ট-ইন্ডিজ বাংলাদেশ সিরিজের একটি ওয়ানডে ম্যাচ দেখতে গিয়ে আমার অরজিনাল হেডফোন খানা খোয়াতে হয়েছে।

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।