টপিকঃ সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

আপনার কারণ অধিক মাত্রায় অত্যধিক অযথা চিন্তা.. হাহা! (মাখানি)

যাই হোক.. আমারো সেইম সমস্যা আছে, তবে সেটা ইয়োগার্টে.. এবং সেটা সকাল বেলা না শুধু রাতেও হয়..  worried

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

আগে আমার ও একই অবস্থা হয়েছিল (তবে বেশিদিন না ) , এখন আমি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করতাম , তারপর আরও এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ মধু ও এক পিস লেবু মিশিয়ে পান করতাম । তার পর নাস্তা সেরে জিমে চলে  যাই ।  এখন আর এই সমস্যা হয় না ।
তবে এটা অনেকের হতে পারে দাঁত ব্রাশ করার পর পর কিছু খেতে গেলে ।

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

ভাত খেতে ভাল লাগে না। তাই কমপক্ষে দুই বেলা রুটি খাই। আমারও একই সমস্যা হয়। খেয়াল করে দেখেছি খাওয়ার মাঝে বা পরপরই যদি পানি বা চা পান করি, তাহলে ব্লোটিং হয়। তাই খাওয়ার আধঘন্টা পর পানি পান করি। সমস্যা একেবারে নাই বললেই চলে।

লেখাটি CC by-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

বিয়ার আগে রুটিই খেতাম সকালে

বিয়ার পরে বানানোর ঝামেলা আর গ্যাসের প্রবলেম এর জন্য তিনবেলাই ভাত  big_smile

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

সকালে রুটি, দুপুরে পরেটা, রাতে গ্রিল এভাবে খেয়েছি কয়েকদিন কিছু হয় নাই  big_smile। (আউটপুট এ কিঞ্চিত সমস্যা হয়েছিলো হয়তো tongue)।

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

কোনো  ডাক্তার ব্যাক্তি দেখি কমেন্ট দেয়না  thinking

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

ডাক্তার ব্যক্তি এখানে কমেন্ট করে কি করবে? যে রুটি পরোটা বানায় তাকেই ধরুন।  tongue

আপনার সমস্যা গ্যাগ রিফ্লেক্স না - ওটা অন্য জিনিস।

মরনিং সিকনেস মনে হচ্ছে। ব্লাড শুগার চেক করাতে পারেন। রাতে কি খান? কোনো ঔষধ খাচ্ছেন কি?

Calm... like a bomb.

সর্বশেষ সম্পাদনা করেছেন cslraju (০৫-১২-২০১২ ১৭:১৯)

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

লেখাটি CC by-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

১১

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (০৫-১২-২০১২ ১৭:৩৬)

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

আমার আলসার ধরা খাওয়ার আগে এই সিচুয়েসন ছিল , সকালে , বিকালে রাতে যখনই খেতে যেতাম তখুনি বমির ভাব + বমি হত। এখোনো মাঝে মাঝে টেনসন হলে এ রকম হয়।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

১৩

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

Calm... like a bomb.

১৪

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

আমারো সমস্যাটা মাঝে মাঝে হয়। এখনি সমস্যাটা হচ্ছে!  nailbiting সকালবেলা শুধু একপিস কেক খেয়েছি।

এগুলো নিয়ে ডাক্তারকে বললে নির্দিষ্ট কিছুই বলেনা।২০১৩ সালে এসেও সামান্য পরিপাক ব্যাবস্থাকে ডাক্তাররা কব্জা করতে পারলনা! হতাশার ব্যাপার।

১৫

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

আমি যখনইখেতে যাই তখনই বমি আসে ।   crying crying crying crying  গলা দিয়ে ক্যামেরা ভরে আলসার টেস্ট করবে বলে ডাক্তারের কাছেও যাচ্ছি না। প্রতিকার চাই  dontsee dontsee

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

১৭

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

সকালে আমি কিছুই খেতে পারি না। মুখ দিয়ে নামে না, কিন্তু বমি হয় না বা বমিভাবও হয় না। এটাও কি মর্নিং সিকনেস?

১৮

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

মর্নিং সিকনেস তো ট্র্যন্সজেন্ডারদের জন্য  whats_the_matter

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৯

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

আমি সকালে ভাত খেতে পারি না, যদি কোনদিন খেতে হয় তাহলে ঐদিন আমার বরবাদ, সারাদিনই উল্টাপাল্টা লাগতে থাকে প্রায়। সাধারনত সকালে রুটি/পরোটা খাই।  তবে খাওয়ার ধরনে একটু সমস্যা আছে। যেদিন রাত বেশি হয়ে যায়, ঐদিন আর ঘুমাই না, ভোর ৬/৭টার দিকে বের হয়ে নাস্তা করি। ৪/৫টা পরোটা, দুটা ডিম, বুটডাল, কখনো কখনো ৩টা পরোটা, একটা ডিম আর ডাল। পরোটা তেল সহ হবে নাকি তেল ছাড়া হবে এইটা মুডের উপরে নির্ভর করে।
আর যেদিন দেরী হয় ওইদিন নাস্তা করি ৮/৯টার দিকে। তখন মেনু হয় ২টা পরোটা, ডিম + ডাল।

তবে কখনো এরকম সমস্যা হয় নাই আমার। ৪ বছরে খাদ্যাভাস নিয়ে যে পরিমান উল্টোপাল্টা করেছি তাতে শরীর বুঝে নিয়েছে, আমার উপরে ভরসা করে লাভ নাই।

২০

Re: সকালে রুটি-পরোটা খেলে গ্যাগ রিফ্লেক্স হয়

নিজেকে অটোসাজেশন দিন। আমার মনে হয় ব্যাপারটা মানসিক।