টপিকঃ তুই না হলে কে?
হুতোম পেঁচা, ডাকিস না ক্যান? রাগ করেছিস নাকি?
সেইদিন যে করছিলি খুব জোরসে ডাকাডাকি!
তাই-না তোকে অনেক রেগে বলেছিলাম 'চুপ কর্!'
সেই কারণে আজ এখোনো ভাংলো না কি রাগ তোর?
সত্যি বলছি, আর কখনো দিতাম না রে বকা,
না ডাকলে তুই এই সারাদিন কেমনে কাটাই একা?
লক্ষী পেঁচা, অবুঝ আমার ওপর রাগা বাদ দে,
মিষ্টি করে আরেকটিবার, একটু হেসে ডাক দে।