টপিকঃ GUID(GPT) পার্টিশনে জানালা ইন্সটলে সাহায্য প্রয়োজন
বর্তমানে ডিস্কের লেওয়াউট।
/dev/disk0
#: TYPE NAME SIZE IDENTIFIER
0: GUID_partition_scheme *128.0 GB disk0
1: EFI 209.7 MB disk0s1
2: Apple_RAID 63.8 GB disk0s2
3: Apple_Boot Boot OS X 134.2 MB disk0s3
4: Microsoft Basic Data ssdwin 63.9 GB disk0s4
চার নম্বর অর্থাৎ Microsoft Basic Data ssdwin এইটাতে জানালা ইন্সটল করিতে ইচ্ছুক। মাইক্রোসফটের সাইট ঘেটে জ্ঞান লাভ করিলাম যে ৬৪বিট জানালা ব্যবহার করিয়া (U)EFI বুট করিলে তাহা GPT পার্টিশন টেবিলে ইন্সটল হওয়ার যোগ্যতা অর্জন করে। তো আমার মাদারবোর্ডখানা কিঞ্চিত পুরান , intel dg31pr ইহাতে (U)EFI বুট করার সামর্থ্য নাই
এমতাবস্থায় পার্টিশন টেবিল অক্ষত রেখে উক্ত ড্রাইভে জানালা ৭ ইন্সটল করার কি কোন তরিকা আছে ? বুটলোডার হিসাবে বর্তমানে ব্যবহার করি Chimera/Chameleon ।
এমন কোন তরিকা আছে যাহার দ্বারা ভার্চুয়াল EFI বুট এমুলেট করা সম্ভব ?