টপিকঃ এখন কি করছেন?
সকল মেসেঞ্জারে এ ধরণের অপশন আছে যাতে আপনি আপনার বর্তমান স্ট্যাটাস সেভ করতে পারেন।
ফোরামেও এখন থেকে তা পারবেন। সেজন্য "আমার প্রজন্ম" এ প্রবেশ করুন। বাম দিকের কলামের মাঝখানে একটা সেকশন পাবেন যেখান থেকে আপনি আপনার স্ট্যাটাস সেট করতে পারবেন।
লিস্ট থেকে নির্বাচন করতে পারবেন অথবা নিচে টাইপ করতে পারবেন।
টপিক ভিউতে আপনার স্ট্যাটাস দেখা যাবে।
আইডিয়ার জন্য রুমন ভাইকে ধন্যবাদ। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।