টপিকঃ এখন কি করছেন?

সকল মেসেঞ্জারে এ ধরণের অপশন আছে যাতে আপনি আপনার বর্তমান স্ট্যাটাস সেভ করতে পারেন।

ফোরামেও এখন থেকে তা পারবেন। সেজন্য "আমার প্রজন্ম" এ প্রবেশ করুন। বাম দিকের কলামের মাঝখানে একটা সেকশন পাবেন যেখান থেকে আপনি আপনার স্ট্যাটাস সেট করতে পারবেন।
লিস্ট থেকে নির্বাচন করতে পারবেন অথবা নিচে টাইপ করতে পারবেন।

টপিক ভিউতে আপনার স্ট্যাটাস দেখা যাবে।

আইডিয়ার জন্য রুমন ভাইকে ধন্যবাদ। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ।

Re: এখন কি করছেন?

ভালোই লাগছে। thumbs_up

@কোডার
সবগুলো থিমের জন্যে আলাদা আলাদা আইকন ডিজাইন করতে পারেন।;D

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: এখন কি করছেন?

ভালো আইডিয়া(y)(y) big_smilebig_smile

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

Re: এখন কি করছেন?

খুবই সুন্দর আইডিয়া, রুমন ভাই আর হাঙ্গরিকোডার দুইজনকেই ধন্যবাদ।

Re: এখন কি করছেন?

জটিল... clapclap:clap:

কোডার সাহেব তো পুরা-পুরি ফুর্তিতে আছেন।
রুমন ভাই জটিল আইডিয়া বের করছেন।

শুভেচ্ছা আপনাদের জন্য.............

Re: এখন কি করছেন?

এই পোস্টটি পড়ার আগে একটি পোস্টে আশাবাদীর স্ট্যাটাস এ লেখা দেখে আমি প্রথমে বুঝতে পারি নি। আমি আশাবাদীর প্রোফাইলে খুজছিলাম কিভাবে এটা লিখলো। কিন্তু খুজে পেলাম না। ভাব কোডার মনে হয় শুধু আশাবাদীর জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। এখন দেখছি সবার জন্যই ব্যবস্থা করা হয়েছে।

এই স্ট্যাটাস যেহেতু প্রতিনিয়ত পরিবর্তন হবে সেহেতু বারবার আমার প্রজন্ম পেজে গিয়ে পরিবর্তন করাটা একটু ঝামেলার। এই অংশটি যদি এ্যাজাক্সের মাধ্যমে করা যায় তাহলে ভাল হয়। যেমন আমার স্ট্যাটাস এর উপর ক্লীক করলে এডিট মোডে চলে আসবে। তারপর আমার লেখা শেষ হলে এন্টার চাপলে সেভ হয়ে যাবে। বিষয়টি মনে খুব বেশি ঝামেলার নয়। কাজটি করতে কোডারের খুব বেশি হলেও আধাঘন্টা সময় লাগবে। একটু চেষ্টা করে দেখবেন কি?

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: এখন কি করছেন?

হুম........সে কাজ ইতিমধ্যেই চলছে। আগে তো শুরু তারপর উন্নয়ন।

Re: এখন কি করছেন?

লগইন না করে তো আর উপায় নাই tongue_smile

thumbs_upthumbs_upclap:clap:

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: এখন কি করছেন?

বহুত শুকরিয়া... big_smile

উন্মাতাল_তারুণ্য'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১০

Re: এখন কি করছেন?

এজাক্স আপডেট যুক্ত হলো। সম্ভবত ইন্টারনেট এক্সপ্লোরারে কাজ করছে না। আমি সমাধান করতে পারিনি। কারণ ওখানে জাভাস্ক্রিপ্ট ডিবাগিং কঠিন hairpull

১১

Re: এখন কি করছেন?

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন রাজু (২৪-০২-২০০৮ ২২:০৪)

Re: এখন কি করছেন?

আপনি তো যে কারওটা ই এডিট করতে পারার কথা। দেখি আমি এ একাউন্ট থেকে পারি কিনা।

আপডেট:
আমি এ একাউন্ট থেকে ও করলাম। আপনি ফায়ারফক্স থেকে চেষ্টা করুন। আর এরর কনসোলে কোন এরর পেলে সেটা জানান।

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন সুমন (২৪-০২-২০০৮ ২২:১২)

Re: এখন কি করছেন?

না হচ্ছে না sad

ক্লীক করলে কাজ করে না। তবে একটু কাজ হয়েছে। আগে লেখার উপর মাউস নিলে কার্সর দেখাতো এখন হাত দেখায়।

আমি ফ্লক, ফায়ারফক্স৩ ও ইন্টারনেট এক্সপ্লোরার ৭ দিয়ে পরীক্ষা করেছি।

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

১৪

Re: এখন কি করছেন?

আমার হচ্ছে না।:( ফায়ারবাগে এরর দেখাচ্ছে নিচেরটাঃ

activate_quick_status_edit is not defined
onclick(click clientX=0, clientY=0)

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: এখন কি করছেন?

আপনাদের সম্ভবত আগের জাভাস্ক্রিপ্টটাই লোড হচ্ছে। একটু Ctrl + F5 চেপে দেখুন তো। hairpull

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন রুমন (২৪-০২-২০০৮ ২২:১৬)

Re: এখন কি করছেন?

হয়েছে। dancingdancing

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: এখন কি করছেন?

হয়েছে হয়েছে হয়েছে
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

১৮

Re: এখন কি করছেন?

হয়েছে ধন্যবাদ

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন উন্মাতাল_তারুণ্য (২৫-০২-২০০৮ ১৫:১১)

Re: এখন কি করছেন?

উন্মাতাল_তারুণ্য'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

২০

Re: এখন কি করছেন?