Re: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
বাংলাদেশ ২৮৬/৪, ফলোঅন এড়াতে আরো ৪২ রান দরকার।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
বাংলাদেশ ২৮৬/৪, ফলোঅন এড়াতে আরো ৪২ রান দরকার।
আশার আলো দেখতে পাচ্ছি!
ছক্কা নাঈম চেন-চুরি করে ফেলেছে
নাঈমের সেন্সুরী । বাংলাদেশ-348/4
বাংলাদেশ ৩৫০/৪ ট্রায়াল এখনো ১৭৭ রান।
আসা যাওয়া শুরু হয়ে গেল মনে হয়।
বাংলাদেশের খুব ভাল সুযোগ আছে এই ম্যাচ বাঁচানোর। এখান থেকে যদি ম্যাচ বাঁচাতে না পারে তবে সত্যিই এটা হবে হতাশজনক।
তিন দিনে মাত্র ১০ উইকেট পরেছে।
বাংলাদেশ ভালোই করছে - আর মাত্র ৪ অভার পর আজকের খেলা সমাপ্ত শুরু হবে ৪র্থ দিনের খেলা বাংলাদেশের হাতে ৪ উইকেট
বাংলাদেশ ৩য় দিন শেষ করলো ১২৬ অভার, ৪৫৫/৬
বাবারা, কালকের ফার্স্ট সেশনটা দেখেশুনে খেল্। লাঞ্চের পরে না হয় এক ঘন্টা হাত খুলে পিটিয়ে সবাই আউট হয়ে যা, কেউ কিছু বলবেনা।
যা করেছে তা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। আরও বেশি কিছু দেখার আশা করতেই পারি এখন।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
০.০৬২২০৪১২২৫৪৩৩৩৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৮.৬৩৫৫১৯৩১৫৬০৮ টি কোয়েরী চলেছে