টপিকঃ Geneuin Windows XP ইন্সটলেশন সমস্যা - HP ব্রান্ড ডেস্কটপে।
আমার অফিসে নতুন পনেরটা HP DX2710, DX3000 ডেক্সটপ কেনা হয়েছিল কয়েক বছর আগে। এগুলোর সাথে Restore আর Original Operating System CD আছে। প্রতিটা পিসির গায়ে সিরিয়াল নাম্বারও দেয়া আছে।আমার আগে যিনি এখানে কাজ করতেন উনি Windows XP দেয়ার সময় কোনটার সাথে কোন সিরিয়াল ইউজ করেছেন সেটা বলতে পারেন না।
আমি পরছি বিপদে; কয়েকটা পিসির সিরিয়াল দিলাম এক এক করে - কাজ করে না। বাধ্য হয়ে পুরো পিসি নতুন করে Restore করতে হ্ল। এতে পুরো hardisk একটা pertition হয়ে যায়, সব ডাটা ব্যাকআপ নিয়ে আবার Restore করা। বুজতেই পারছেন টোটাল কাজটা করতে প্রায় একদিন লেগে যায়। কি করবো কিছুই বুজতে পারছি না।
এসব ক্ষেত্রে শুধু ওএস দেয়ার কি কোনো উপায় আছে কি??
এক্সপার্টদের সাহায্য চাই।।