টপিকঃ আজও পাইনি ভালবাসা
আমি মৌমিতা ,
তিরিশটি বছর ধরে বিবাহিতা ।
ঘরকন্নার টুকিটাকি , হিন্দি সিরিয়াল ,কেনাকাটি ,
এসব নিয়েই চলে যায় আমার দিন রাত্রি ।
কিন্তু হঠাৎ , আমার নতুন পরশি , আমারই সমবয়সী মেয়েটিকে দেখে , খটকা লাগে মনে ,
আমি কি পেয়েছি ভালবাসা !নাকি এ শুধুই ভালথাকা !
মেয়েটি এখনও স্বামীর সাথে বৃষ্টিতে ভিজে ,সূর্যস্নাত হয় । এসব দেখে প্রথমে মনে হয় "যতসব আদিখ্যেতা "
স্বামী তার অল্প বেতনের কেরানি ,
আমার স্বামীর ভাষায় "চালচুলোহীন "!
কিন্তু তাদের হাসি মুখ দেখে ভাবি মনে মনে ,
হাঁটা হয়নি আমার "অর্ধাঙ্গের" সাথে রেল লাইনের পাড়ে ।
জানি নিয়েছে সে আমার “ভরণ পোষণের” ভার !
কিন্তু স্বামী থেকে ভালোবাসার মানুষ হয়ে ওঠেনি আর ,
এতদিন যা ভেবেছি ভালবাসা তা হয়তো শুধুই ভালথাকা