linx_freak লিখেছেন:বাহ বাসা চিনে রাখা গেল। ফাও খানাদানার জন্য ঢুঁ মেরে আসা যাবে
।
আন্ডারপাস দেখেতো আর্ট গ্যালারি মনে হচ্ছে 
খানাদানা করাতে আমার খুব একটা আপত্তি নাই, আপনার রিজিকের উসিলা হতে আমার খারাপ লাগবে না। তবে "ফাও"-এর কনসেপ্ট থেকে বেরিয়ে আসাটাও জরুরী, নাহলে আবার শেয়ার বাজারের বানর কিনে কিংবা ডেস্টিনি টাইপরে ডাইন-হাত বাম-হাত করে ধরা খাবেন।
দ্যা ডেডলক লিখেছেন:সুন্দর শেয়ার তাই প্রথমেই রীপু নেন।
আন্ডার পাস দিয়ে সকাল বেলা মাথায় করে যে পরিমান মাছ আনা-নেওয়া হয় তার জন্য মৎস গুহা নাম দিলে ভালো হতো।
ছবিগুলো ভালো ভাবে তুলতে পারেন নাই (হয়তোবা হোম ক্যামেরার সীমাবদ্ধতার জন্য এমন হয়েছে )। আপনাকে আরো প্র্যাক্টিস করতে হবে
।
ধন্যবাদ। ভেবেছিলাম আপনার বাসার ঠিকানা পাব।
অন্ধকারের কোনকালেই ছবি ভাল আসে নাই আমার হাতে। আর নাইট মোডে ছবি তুললে মুভিং সাবজেক্ট ঝাপসা আসবে।
প্রজাপতির ছবিগুলো আরো ভাল অ্যাঙ্গেল থেকে তোলা যেত - তবে কোনরকমে তাড়াহুড়া করে তোলা তাই এই অবস্থা।
মনের মধ্যে ছবি তোলার সুকুমার বৃত্তি এবং মেধা না থাকলে প্র্যাক্টিস করে কতটুকু লাভ হবে সেই বিষয়ে সন্দিহান ... ...
সুন্দর পরিবেশ দেখলে অনেকেই রাস্তার উপর দিয়ে অসভ্য দৌড় দেয়া বাদ দিবে আশা করা যায়। ফুট ওভার ব্রিজগুলোর উপরেও এমন কিছু করার পরিকল্পনা করলে ভাল হত।
আরণ্যক লিখেছেন:অতি সুন্দর টপিক।
শুধু শেষে একটা লাইন লিখতে বোধহয় ভুলে গেছেন -
আপনারা সবাই/সবান্ধব আমন্ত্রিত। 
আন্ডারপাসেও?!!
আশা করি আমার ডাইনিং (নিজের বাসায় খুব কমই রান্না বান্না হয় - তার ছেড়া কাউয়া সাক্ষী) চালু থাকবে সেই সময়ে :-)
অমিত ০০৭ লিখেছেন:বুঝলাম না, শামীম ভাইয়ের বাড়িতে খানাপিনা করার জন্য সবার এত আগ্রহ কেন
ইয়ে মানে... শামীম ভাই দাঁতে ধার দেওয়া শুরু করলাম, বলাতো যায় না কবে চলে আসি 
চলে আসেন তবে, এ্যাত কষ্ট করে দাঁতের এনামেল ক্ষয় করতে হবে না।
ধন্যবাদ ভাই।
ছবি-Chhobi লিখেছেন:সুন্দর হইছে ছবিগুলো ।........ভাবীর ফোন নাম্বার দেন একটু যোগাযোগ করুম.........চোর জামাইর কথা কিছু কইতে হইব ।
উনার ছবি দেয়ার ব্যাপারেই নিষেধাজ্ঞা আছে। আর ফোন নম্বর! তবে আমার ফোন রিং করে ওনাকে চাইতে পারেন। মাস্টারি করি দেখে আমার ফোন নং সর্বদাই উন্মুক্ত।
এরপর উনি যদি ফোন নং নিজ থেকে দেয় তাহলে যত খুশি কথা বলুন।
ইলিয়াস লিখেছেন:সেদিন এটিএন এর খবরে আন্ডারপাসের খবরটা বেশ ফলাও করে প্রচার করলো। এটিএন নিউজ আর কোন একটা প্রতিষ্ঠান যেন যৌথভাবে সৌন্দর্য বর্ধনের কাজ করেছে। দেখা যাক কতদিন এ সৌন্দর্য্য থাকে।
শেয়ারের জন্য শামীম ভাইকে ধন্যবাদ।
হুমম আমিও কোন পেপারে নাকি চ্যানেলে দেখেছিলাম। তবে এর আগেই যেই দিনগুলোতে ঐ কাজ চলছিলো সেই সময়েও ওর মধ্য দিয়ে চলাচল করেছি।
এসে গার্ডের কাছে নীলিয়াদের বাসার কথা জিজ্ঞেস করবেন তাহলেই হবে আশা করি। নীলিয়া হল সেই মেয়েটা যে তার নানীদের সাথে নিচে হাঁটাহাঁটি করে রাতে। নীলিয়ার নানাবাড়ি এই একই বিল্ডিঙে (সিটি কলেজের সেলিনা ম্যাডাম বললেই চিনবে)। আর বারান্দার ছবিতে তো উপর দিক থেকেও গণনা করা যায় 
আড্ডাবাজি বউয়ের অপছন্দের না, চলে আসতে পারেন।