টপিকঃ Recovery Partition থেকে বুট সমস্যা
Compaq Presario CQ60-615DX Laptop এর সাথে দেয়া জেনুইন উইন্ডোজ ৭ ৬৪ বিট হোম প্রিমিয়াম (ওইএম ভার্সন) ব্যাবহার করছি অনেক দিন ধরে। কদিন আগে উবুন্তুর জন্য পার্টিশন বানাতে গিয়ে C Drive আর Recovery Partition resize করেছিলাম। ব্যাস! কারবার যা ঘটার ঘটেগেল কিন্তু বুঝলাম অনেক পরে। ফ্রেশ উইন্ডোজ পাবার আশায় গতকাল অফিসে বসে নতুন করে আবার উইন্ডোজ সেটআপ দিলাম recovery partition থেকে। কাজ হল না। এর আগেও কএকবার এভাবে উইন্ডোজ সেটআপ দিয়েছিলাম। কাজ হয়েছিল। নেট ঘাটার পর যা বুঝলাম ঐ recovery partition resize করার কারনেই এমনটা ঘটেছে
হাতের কাছে যে recovery disksগুলো ছিল তাও পাচ্ছি না খুঁজে।
RP থেকে বুট করানোর কোনও উপায় আছে? আমি জেনুইন উইন্ডোজ ব্যাবহার করতে চাচ্ছি। প্লিজ এক্সপার্ট ভাইয়েরা আমাকে হেল্প করুন।