টপিকঃ GIMP টিউটোরিয়াল: ছবির ব্রন দুর করা ;-)
প্রথমে স্যাম্পল দেখেন। পছন্দ হইলে টিউটোরিয়াল দেখেন:
গুগলে acne face close up লিখে সার্চ দিয়ে প্রথম ছবিটা পেয়েছিলাম। আমাদের ছবি তোলার সময়ে সবসময় সাজুগুজু করা থাকে না, ফলে অমসৃন খোদরা-বোদরা ত্বকের ছবি চলে আসে, যা প্রকাশ করতে একটু লজ্জাই লাগে। তাই গিম্পে কিছু কেরামতি মার্কা মেরামতি করার টেকনিক জেনে রাখা ভাল। ব্যাপারটা আসলে কঠিন কিছু না, আগে এই Blur নিয়েই আরেকটা টিউটোরিয়াল দিয়েছিলাম। এবারেরটায় পার্থক্য হল ঘোলা লেয়ারটা সামনে নয় বরং পেছনে থাকবে। আচ্ছা কথা কম ... ... ... টিউটোরিয়াল দেখেন:
কাজেই এ থেকে আমরা কি বুঝলাম ---> ছবি দেখেই প্রেমে পড়া হইতে সাবধান। আর দেখা হওয়ার পর গরমে ঘুরাঘুরি আবশ্যক, তাহলে মেকআপও গলে যাবে
আর ... .... .... ছবিতে এই কেরামতি (যদিও তেমন প্রফেশনাল না হয়তো) বিনামূল্যের গিম্প দিয়েই সহজে করা যায়।