Re: আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
প্রাইস ড্রপ হওয়ারও চান্স আছে। 16GB $299 এ আসতে পারে। ওটাই কেনার ইচ্ছা আছে।
তোমার তো রিলেটিভ আছে ইউএস এ তে। একটা নেক্সাস আইনা দিতে পারবা একচুয়াল প্রাইস + শিপিং দিলে?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
প্রাইস ড্রপ হওয়ারও চান্স আছে। 16GB $299 এ আসতে পারে। ওটাই কেনার ইচ্ছা আছে।
তোমার তো রিলেটিভ আছে ইউএস এ তে। একটা নেক্সাস আইনা দিতে পারবা একচুয়াল প্রাইস + শিপিং দিলে?
Neela লিখেছেন:অভেন বাটি পাওয়া যায় , ওগুলো মোটা কাঁচের হয়ে থাকে । নিউমার্কেট এ গেলে পাবেন ।
কিনেছি তিনটা ১২০০ টাকা।
মেরাজ০৭ লিখেছেন:আরে না রিয়াল লাইফে। গেম কই থেকে আসলো?
আপনে তো গেমার!
1200 tk lol.....
৪৫০ করে সাদা রংয়ের গুলো পাবেন ৩ টা বড় , মাঝারি আর ছোট সাইজের , আর একেবারে সাদা গ্লাস কালারের বিভিন্ন দামের আছে । ১২০০ টাকায় কোনটা কিনেছেন ছবি তুলে দিয়েন দেখব ।
মিরপুর গিয়েছিলাম ঘুরতে, পুরা 3 ঘন্টা কাবার হয়ে গেছে গাড়িতেই!
সম্ভবত মিরপুর শিফট হচ্ছি, বাসাও দেখে আসলাম।
মিরপুর গিয়েছিলাম ঘুরতে, পুরা 3 ঘন্টা কাবার হয়ে গেছে গাড়িতেই!
সম্ভবত মিরপুর শিফট হচ্ছি, বাসাও দেখে আসলাম।
মিরপুর কত নং এ?
মিরপুর কত নং এ?
১২
১২
১২ এর কোন ব্লকে উঠার চিন্তা ভাবনা করছেন?
তুশিবা ল্যাপটপের ব্যাটারী কি ঢাকায় পাওয়া যাবে ? পেলে কত টাকা দাম হতে পারে ??
ওয়েলকাম টু মাই এরিয়া
ওয়েলকাম টু মাই এরিয়া
তুশিবা ল্যাপটপের ব্যাটারী কি ঢাকায় পাওয়া যাবে ? পেলে কত টাকা দাম হতে পারে ??
ব্যাটারী হয়তো পাইবেন, তয় ননব্র্যান্ড চায়নীজ হইবো।
তুশিবা ল্যাপটপের ব্যাটারী কি ঢাকায় পাওয়া যাবে ? পেলে কত টাকা দাম হতে পারে ??
৬ সেল এর দাম সাড়ে ৩ হাজার এর মত। আর আপাতত যেহেতু ঘন্টা দুয়েকের মত ব্যাকআপ পাচ্ছেন, নতুন কেনার দরকার নেই।
বাবর ভাই ভাড়া কেমন??
হঠাৎ ধানমন্ডি ছেরে মিরপুর??
ব্যাটারী হয়তো পাইবেন, তয় ননব্র্যান্ড চায়নীজ হইবো।
2ঘন্টার মত ব্যাকআপ দিবে কি ?দাম কত পড়তে পারে ?
বাবর লিখেছেন:ব্যাটারী হয়তো পাইবেন, তয় ননব্র্যান্ড চায়নীজ হইবো।
2ঘন্টার মত ব্যাকআপ দিবে কি ?দাম কত পড়তে পারে ?
মেহেদী ভাই তো বলেই দিলো, দাম 3500 এর মত পড়বে। আর ৯ সেল (যদি পান আরকি) হলে 5 হাজারের মত পড়বে।
ব্যাকআপের ব্যাপারে শিওর না। তবে মোটামুটি ২ ঘন্টা তো পাওয়া উচিত!
বাবর ভাই ভাড়া কেমন??
হঠাৎ ধানমন্ডি ছেরে মিরপুর??
আমি ভাই ধানমন্ডি থাকি না, থাকি বাড্ডায়।
আর একেবারে সাদা গ্লাস কালারের বিভিন্ন দামের আছে ।
হুম, এইটাই। একেবারে ট্রান্সপারেন্ট, 2L, 1.5L আর 1L এর তিনটা + এই তিনটার জন্য ঢাকনা (ট্রান্সপারেন্ট, ঐগুলাও আলাদাভাবে ইউজ করা যায়। দাম মে বি বেশি নিয়েছে
আমার সহ অনেকেরই যেতনা।
ISP এর সমস্যা। কিন্তু অফিসিয়ালি গুগল বাংলাদেশ সরকারের হাতে একসেস না দিলে, সামনের ভোটের আগে ইউটিউব খুলবে বলে মনে হয় না।
খেয়াল না করার তো কিছু নাই!
আমি একচুয়ালী শুধু ওই লাইনটাই পড়েছি।
তাইলে ঠিক আছে। নিচে ওয়াটার মার্কে ফ্যান্ড্রয়েড দেখলাম, ভাবলাম মটো বুঝি এন্ড্রোয়েডের প্রতিদন্দি আনতেছে!!!!!
@ইলিয়াস ভাই অন্তত ১ঘন্টা ব্যাকাপ পেলেও নতুন ব্যাটারি কেনা ঠিক না। কারন দেশের সবগুলিই চাইনিজ সস্তা ব্যাটারি, প্রথম প্রথম দেখাবে ৪-৫ ঘন্টা চার্য থাকবে কিন্তু দিন যত যাবে দেখবেন আসল খেলা। শেষে আবার রিজিনালটাই লাগাতে বাধ্য হবেন। সবচেয়ে দুঃখের বিষয় তশিবা, ডেল এদের নিজস্ব কোন সার্ভিস সেন্টার নেই আমাদের দেশে, বিক্রেতারাই সার্ভিস দেয় (যদি ইউন্ডোজ দেওয়াকে সার্ভিস বলেন)।
তবে আমার পরিচিত এক ব্যক্তি আছেন আইডিবিতে উনি ব্যাটারি খুলে পুরোনো সেল ফেলে দিয়ে নতুন সেল লাগিয়ে দেন, ব্যাপারটা খুবি সহজ যদি এই লিথিয়াম-আয়ন সেল থাকে তাহলে গলির মোবাইলের মেকানিক দিয়েও এই কাজ করানো যায়।
তবে তার সংগ্রহে ওয়াইড রেঞ্জের লিথিয়াম-আয়ন ব্যাটারী আছে। ম্যাক্সেল থেকে মাতসিটা(প্যানাসনিক)
ভাল মানের ব্যাটারির জন্য পার সেল উনি ৭০০-৮০০টাকা নেন। মানে পুরো ৬ সেল ব্যটারি ৪৫০০ এর মত।
তবে কোয়ালিটি অসাম।
তবে আমার পরিচিত এক ব্যক্তি আছেন আইডিবিতে উনি ব্যাটারি খুলে পুরোনো সেল ফেলে দিয়ে নতুন সেল লাগিয়ে দেন, ব্যাপারটা খুবি সহজ যদি এই লিথিয়াম-আয়ন সেল থাকে তাহলে গলির মোবাইলের মেকানিক দিয়েও এই কাজ করানো যায়।
তবে তার সংগ্রহে ওয়াইড রেঞ্জের লিথিয়াম-আয়ন ব্যাটারী আছে। ম্যাক্সেল থেকে মাতসিটা(প্যানাসনিক)
ভাল মানের ব্যাটারির জন্য পার সেল উনি ৭০০-৮০০টাকা নেন। মানে পুরো ৬ সেল ব্যটারি ৪৫০০ এর মত।
তবে কোয়ালিটি অসাম।
ফ্যান্টাস্টিক!!! এটাই খুঁজছিলাম এতদিন। একবার ভেবেছিলাম নিজের জন্য বাইরে থেকে ব্যাটারী আনাবো, কিন্তু তাতে খরচ বেশ। তাই সেটা আর করা হয় নি। দেখি ওই ভদ্রলোকের সাথে তাহলে যোগাযোগ করতে হবে সময় করে।
অনেক দরকারী পেলাম ধন্যবাদ @ফায়ারফক্স ভাই।
কেন যেন ঝিমাচ্ছি
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩
০.০৬৮৭৪৫১৩৬২৬০৯৮৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.৮৭৮৭৮৮৭৫৪৮৬৪ টি কোয়েরী চলেছে