Re: সতর্কীকরণ -৩
উদাসীন ভাইয়ের সাথে সহমত।
মানুষের মাঝে মতভেদ থাকতেই পারে,দুঃখ লাগে যখন মতপার্থক্য থেকে মত বিরোধে রুপ নেয়।কেউ কারো যুক্তি মানুক আর নানুক সেটা নিয়ে সংঘর্ষ তৈরী করাটা কখনো কম্য নয়।আসলে সমস্যাটা হলো পরমত সহিঞ্চুতার অভাব এবং এথেকেই শুরু হয় বাড়াবাড়ি আর অক্রমন পল্টাআক্রমন।উদাসীন ভাইকে ধন্যবাদ।
এই জন্যই সামু থেকো দূরে দূরে থাকি। মাঝে মাঝে হয়তো হঠাৎ মটাৎ দুই একটা কমেন্ট করি। বিতর্ক ভাল লাগে না।
আমি বাজে পরিবেশের কারণে আমিও আপনার মত করে থাকি।
আশিফ শাহো লিখেছেন:উনার অপরাধ স্থায়ী ব্যানের উপযুক্ত বলেই মনে হয় আমার।
কেন তর্কে হারতে ভালো লাগেনা বুঝি?
তর্কে হরলে নয়,উনাকে মাঝে মধ্যেই উত্তেজিত হতে দেখা যায়।