টপিকঃ আমার Camera তে মহা রোগ দেখা দিয়েছে ।
আমার Camera তে মহা রোগ দেখা দিয়েছে । একটি ছোট খাটো CAMERA USE করতেছিলাম । SONY DSC-520 CYBERSOT . আমি গত ৬ দিন আগেও সুন্দরভাবে CAMERA টি USE করেছি । কিন্তু কদিন আগে যখন Camera টি ON করেছি তখন অটোমেটিকভাবে flash shutter অন অফ হচ্ছে । অপরদিকে LCD তে আলো আসছে না । কিন্তু LCD তে কিছুক্ষণ পর cybershot লেখা ভেসে উঠার পর আবার Turn the power off and on again লেখাটি ভেসে উঠছে । তা আবার OFF করে ON করলে একইভাবে অন অফ হচ্ছে ও একি লেখা আসছে । এ Problem থেকে মুক্তি পাবো কেমনে ? দয়া করে অভিজ্ঞরা জানালে উপকৃত হব ।