২৩ ২৮-১০-২০১২ ১১:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন সাইদুল ইসলাম (২৮-১০-২০১২ ১১:৪০)
Re: মেশিন ছাড়া বানান ক্রীমি কফি
ভাই @mon
ঠিক আছে উৎপত্তি নিয়ে হয়ত আপনারটা সঠিক, আপনি প্রশ্ন করেছেন যে কফি ইসলামিক পানীয় কিনা,সেখানে মুলুত আমি বুঝাতে চেয়েছিলাম যে কফি পানে যেহেতু মানুষের মাতাল/মাদকাসক্ত হওয়ার কোন সম্ভবনা নেই তাই কফিকে হালাল পানীয় বলা যায়, আর কেউ যদি কফির সাথে মাতাল/মাদকাসক্ত হতে পারে এমন কোন পদার্থ মিশেয়ে খায়, সেটা বেশি মাত্রায়/পর্যাপ্ত অ্যালকোহল হোক আর হারাম কোন পদার্থ যাই হোক তখন কফি খাওয়াটা মুসলিমদের জন্য হারাম হবেই। আর নাস্তিকের কথা এজন্য বলেছিলাম তারা যেহেতু ধর্মে বিশ্বাস করে না, সেহেতু হালাল/হারাম নিয়ে তাদের কোন মাথা ব্যাথা না থাকার কথা।*র্য থেকে শুরু করে সব কিছুতেই তাদের রুচি, তাদের এই রুচিকে + ।আমার গিয়ান বৃদ্ধির চেষ্টা করার জন্য আপনাকে ধন্যবাদ।
Re: মেশিন ছাড়া বানান ক্রীমি কফি
আইডিয়া অছাম। টেরাই মারুম দেখি।
@m0N, অযথা অফটপিক না টানলেই নয় কি? ধর্ম খুব-ই সেন্সিটিভ ব্যাপার। ফোরামে আপনার বয়স তো কম হলো না। আপনার কাছ থেকে একটু ম্যাচিউরড ব্যবহার আশা করা নিশ্চয় দোষের কিছু নয়।
Re: মেশিন ছাড়া বানান ক্রীমি কফি
সামান্য কফিকে নিয়ে এত কথা । কত কিছুই তো আমরা হারাম জেনেও খাচ্ছি ।
বিড়ি সিগারেট
মাফে কম দেয়া
ঘুষ ..........
ফলে বিষ মিশানো.... ফরমালিন, ইথিন মেলামাইন কত কিছুই কফি খাওয়ার চেয়ে মারাত্মক কাজগুলো অবলীলায় করে যাচ্ছি
আরও কতকি । আর এসব আমরা জেনে বুঝে দেখে করে যাচ্ছি ।
আসলে এসব বিষয় নিয়া বিতর্কে যাওয়াটা সমীচিন বলে মনে করি না আমি । ফোরামের পরিবেশ সুন্দর থাকুক সব সময় এই কামনাই করি