Re: মোটরসাইকেল ডায়রী
আমি প্রথম বাইক চালানো শিখেছিলাম ক্লাস সেভেনে থাকতে। আমার নানার বাড়ি যশোর । ঠিক "ওটিকার" মত যশোরেও বাইকের ট্রেন্ড , সাইকেলের চেয়ে বাইক বেশি বিয়ের সাথে অলিখিত শর্ত একখানা বাইক
তো এক মামা কে ভুজুং ভাজুং দিয়ে প্রথমবারের মত চালিয়ে নিলাম
পুকুরে পড়ার জোগাড় করেছিলাম একেবারে
তবে আজতক কখনো বাইক এক্সিডেন্ট করি নি
৬ ২১-১০-২০১২ ০০:৩০ সর্বশেষ সম্পাদনা করেছেন তার-ছেড়া-কাউয়া (২১-১০-২০১২ ০০:৩৩)
Re: মোটরসাইকেল ডায়রী
Re: মোটরসাইকেল ডায়রী
Re: মোটরসাইকেল ডায়রী
হা হা... একচোট হাসিলাম বটে, তবে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আমার বাইক এবং মোটরবাইক চালানো শেখা তো রীতিমত ইতিহাস। বাইক চালানো শিখতে গিয়ে প্রথম দুই দিনে তিনবার ড্রেনে পড়েছি, একবার মোটরবাইকের সাথে আর একবার রাস্তার পাশে বেধে রাখা ছাগলের সাথে এক্সিডেন্ট করেছি। মোটরবাইক চালানো শিখতে গিয়ে অবশ্য অতটা বেগ পেতে হয়নি, শুধুমাত্র প্রথমদিনে মোটরবাইক সহ ড্রেনে পড়ে ভূত সেজে বাড়ি ফিরেছিলাম আরকি !
১১ ২১-১০-২০১২ ০২:৫২ সর্বশেষ সম্পাদনা করেছেন linx_freak (২১-১০-২০১২ ০২:৫৪)
Re: মোটরসাইকেল ডায়রী
Re: মোটরসাইকেল ডায়রী
আপনি যাই লিখেন না কেন, বর্ণনার গুণে সেটা মুখরোচক হবেই হবে অতএব, লিখতে থাকুন জোরসে...আর আমরা হাসতে থাকি দিলসে...
ভেসপার কথায় মনে হলো - আব্বার একটা ভেসপা ছিলো - বিশাল দৈত্যাকৃতির! আমার আব্বাও বিশাল আকৃতির - ছ'ফুট, বিরাট ভুড়ি। রাস্তা দিয়ে ঐ ভেসপাটা নিয়ে বের হলে প্রথম প্রথম লোকে কিছুক্ষণ হলেও দাঁড়িয়ে পড়ত - মুখে বিস্ময়! লোকটা যেমন, মোটরসাইকেলটাও জুটিয়েছে ঐরকম
অনেকদিন আগের কথা মনে পড়ে গেলো।
Re: মোটরসাইকেল ডায়রী
জটিল লাগছে।
Re: মোটরসাইকেল ডায়রী
অছাম লিখেছেন বস, আমারও একটা লিখতে মনেচায়, অনেকগুলা ঘটনা আছে, একটা সিরিজ করে ফেলুম এবার যান
Re: মোটরসাইকেল ডায়রী
আপনার লেখা পড়ে না হেসে থাকতে পারিনা।
ভালো লাগে আপনার লেখার নিচে (চলবে) দেখলে।
Re: মোটরসাইকেল ডায়রী
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"