অমিত ০০৭ লিখেছেন:হা হা... একচোট হাসিলাম বটে, তবে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আমার বাইক এবং মোটরবাইক চালানো শেখা তো রীতিমত ইতিহাস। বাইক চালানো শিখতে গিয়ে প্রথম দুই দিনে তিনবার ড্রেনে পড়েছি, একবার মোটরবাইকের সাথে আর একবার রাস্তার পাশে বেধে রাখা ছাগলের সাথে এক্সিডেন্ট করেছি। মোটরবাইক চালানো শিখতে গিয়ে অবশ্য অতটা বেগ পেতে হয়নি, শুধুমাত্র প্রথমদিনে মোটরবাইক সহ ড্রেনে পড়ে ভূত সেজে বাড়ি ফিরেছিলাম আরকি ! 
মোটর বাইক চালানো আমার পক্ষে কখনই সম্ভব হবে না বলে মনে হয়। তবে বাইক চালাতে গিয়ে এই ধামড়া আমি এখনও দিনে কম করে একবার হলেও পড়ে যাই!! না হলে বাইক চালানো যেন পূর্ণতা পায় না।
** একটা মানুষের আর কত প্রশংসা করা যায়!!! পোস্ট করে না হলেও মনে মনে প্রশংসা করি। সেটাতেও ক্লান্ত হয়ে যাই। তাই ঠিক করেছি কিছু কিছু ফোরামিকের টপিকে কোন প্রশংসা করবো না। নো প্রশংসা, নো লাইক, নো সম্মাননা।
এঁদের সম্মাননা আমাদের দেশের হুজুরদের টাইটেলের মত বিশাল। "পীরে ত্বরীক্বত - হুজুরে মাওলানা - হযরতুল আল্লামা - জিন্দা পীর - জনাবে মুহাম্মাদ ... আল মাইযভান্ডারী ওয়াল নোয়াখাইল্লা ওয়াল যুক্তিবাদী ওয়াল চাপাবাজ ওয়াল ব্লাহ ব্লাহ ব্লাহ..."
কত কি শিখতে ইচ্ছা করে। এখনও শেখা হলো না কিছুই।