টপিকঃ একটি ক্রিকেটিয় স্বপ্ন!!!
একটি ক্রিকেটিয় স্বপ্ন!!!
আমার ছোট ভাই মুহাঃ হাসিব আল আসাদ। ভাই আমার ৭ম শ্রেনীতে পড়ে। ক্রিকেট খুবভালো খেলে ওর বয়স অনুযায়ি তাই ওকে নিয়ে আমার স্বপ্ন তৈরী হয়েছে যে, আমি ওকে ক্রিকেটার বানাবো। সেই স্বপ্নের বীজটি আমি ওর ভীতরে বপণ করেছি খুব শক্তভাবেই। কারণ আমি চাইনা একটি প্রতিভার অবমূল্যায়ন হোক। আমার ফ্যামিলির বিশেষ করে আমার চাওয়াটা হলো যার ভিতরে যেই গুণাবলী আছে তার সর্বোচ্চ ব্যবহার করার মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটানো। তাই ছোট ভাইকে ক্রিকেট জগতের একজন সফল ক্রিকেটার হিসেবে তৈরী করতে চাই। সেই স্বপ্ন পূরণের জন্য আমার ছোট ভাইকে আমি এ বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুর দিকে বিকেএসপিতে ভর্তি করতে চাই। কিন্তু বিকেএসপি সম্পর্কে তথা এর ভর্তি সংক্রান্ত বিষয়ে কি কি শর্ত, ভর্তির সময় কখন? সুযোগ সুবিধাগুলো কি কি? এবং খরচ সম্বন্ধে আমি তেমন ভালো জানিনা। তাই এ ব্যাপারে কেউ আমাকে একটু সহযোগিতা করবেন কী সংশ্লিষ্ট বিষয়গুলোর তথ্য দিয়ে??? তাহলে খুবই উপকৃত হতাম। আশা করি উত্তর পাবো, তাই অপেক্ষায় রইলাম।