টপিকঃ প্রতারণার ডোজ…রোজ রোজ

এখনও শিখছি। আরো শিখতে চাই। পরে নাহয় শেখানো যাবে। আপাতত শেয়ার করতে পারি

Re: প্রতারণার ডোজ…রোজ রোজ

হুম, এটাতো এই ফোরামেই পড়েছিলাম অনেকদিন আগে neutral

Seen it all, done it all, can't remember most of it.

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রতারণার ডোজ…রোজ রোজ

এখানে একটা ব্যাপার আছে। সারাদিনে যে পরিমান ক্যালরি বা নিউট্রিসন দরকার সেটা স্বাভাবিক খাবারের উৎস থেকেই মেটাতে হবে। হরলিক্স দিয়ে নয়।

তবে এই জিনিষ একেবারেই অকাজের নয়। প্রতিদিনের খাবারের থেকে দেহের সকল প্রয়োজনীয় পুস্টি পাওয়া সম্ভব নয়। তাছাড়া অনেক প্রয়োজনীয় উপাদান আমাদের সরিল নিজেই তৈরি করতে পারে না। এর জন্য ঘাটতি মেটাতে ফুড সাপ্লিমেন্ট নেয়া প্রয়োজন। হরলিক্স তেমনি একটা জিনিষ। প্রডাক্ট হিসেবে কতটা কাজের সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন।
হরলিক্স বা এর চেয়ে আরো ভালো ফুড সাপ্লিমেন্ট দিয়েও সারাদিনের খাবারের চাহিদা পুরন করা সম্ভব নয়। সেটা অবশ্যই দৈনন্দিন খাদ্যাভ্যাস থেকেই নিতে হবে।

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রতারণার ডোজ…রোজ রোজ

এখনও শিখছি। আরো শিখতে চাই। পরে নাহয় শেখানো যাবে। আপাতত শেয়ার করতে পারি

Re: প্রতারণার ডোজ…রোজ রোজ

তথ্যবহুল পোষ্টের জন্যে ধন্যবাদ।এর সাথে কিছু হেল্থ সাইট পাওয়া গলো।

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

Re: প্রতারণার ডোজ…রোজ রোজ

ধন্যবাদ

এখনও শিখছি। আরো শিখতে চাই। পরে নাহয় শেখানো যাবে। আপাতত শেয়ার করতে পারি

Re: প্রতারণার ডোজ…রোজ রোজ

দুঃখজনক

roll

Re: প্রতারণার ডোজ…রোজ রোজ

হায়রে !!

Re: প্রতারণার ডোজ…রোজ রোজ

হরলিক্স খেয়ে আমার মাসল বৃদ্ধি পেয়েছে এটা সত্য।

১০

Re: প্রতারণার ডোজ…রোজ রোজ

১১

Re: প্রতারণার ডোজ…রোজ রোজ

এই হরলিকস আর কমপ্লানের বিজ্ঞাপনগুলো দেখলেই মেজাজ তিরিক্ষে হয়ে যায়।

১২

Re: প্রতারণার ডোজ…রোজ রোজ

হরলিক্স এর পুষ্টির থেকেও বেশী পুষ্টি দেড়টাকার একটা ভিটামিন ট্যাবলেটেই পাওয়া যায়।

এখনও শিখছি। আরো শিখতে চাই। পরে নাহয় শেখানো যাবে। আপাতত শেয়ার করতে পারি