Re: ডেডু মিয়ার থ্রিডি দর্শন (পার্ট-১)
চলুক
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » ডেডু মিয়ার থ্রিডি দর্শন (পার্ট-১)
চলুক
আরে ধুর। টাইটেল দেখে মনে করলাম সিনেপ্লেক্সের "থিরি-ডি"র রিভিউ। তবে লেখা ভালো হয়েছে।
আমিও তাই মনে করেছিলাম।
[লেখার ভাষা কঠিন হয়ে গেল কিনা জানাবেন]
না। দারুন লাগলো। পরের পর্বের অপেক্ষায়...
আমি পয়লা থ্রিডি দেখি রংপুর জেলার "ভিন্নজগত" নামক এক পিকনিক স্পটে। ওইখানে ২০ ট্যাকা টিকিট কাইটা থ্রিডি থিয়েটারে ঢুকমু লাইনে খাড়াইলাম, কিছুক্ষণের মধ্যেই হাতে পাতলা পেলাস্টিকের একখান কালা চশমা, যাউকগা, ঢুকলাম ভিতরে, বিশাল বড় স্ক্রিনে মাইক্রোসফট এক্সপির ডেস্কটপ দেইখা আমার চক্ষু ছানাবড়া । ঠিকাছে দেহি সামনে কি অয়, ধীরে ধীরে পুরা থিয়েটার লোকজনে ভইরা গেল। লাইট অফ, ধুম ধাম শব্দ, মনে হইতাছিলো বোমা মারতাছে, ভালো কইরা খেয়াল কইরা দেহি, সাউন্ড চেক করতাছে, যাওক ধৈর্য ধইরা বইলাম। এইবার ডেক্সটপে একখান থ্রিডি প্লেয়ার সফটওয়্যার খুলল, দেখলাম প্লে লিষ্টে ৩ ডা ক্লিপ আছে। এইগুলো চশমার চেয়ে খালি চোখেই ভালা দেখতাছিলাম, হেল্লাইগা চশমা খুইলা রাখছি। সফটওয়্যারে মুভি প্লে হইল প্লেয়ার উইন্ডো ম্যাক্সিমাইজ করার সাথে সাথে ঘোলা হইয়া গেল পর্দা। যাক মুভি শুরু অইছে, চশমা চোখে দিলাম, দেখলাম জঙ্গল, একখান গাছ, ক্যামারা আগা থেইকা গোড়ার দিকে নামতাছে। ভালু কইরা খেয়াল কইরা দেখলাম গাছটা একটা কাছাকাছি আইতাছে মনে লয়। হয় হয় আইতাছে তো, তাইলে এইডাই থ্রিডি? আইলো বান্দর, গাছে ঝুলতে ঝুলতে ফ্যালফ্যাল কইরা চাইয়া রইছে, কিছু বুইঝা উঠার আগেই দেখলাম গাছের ফল ছিড়া বান্দর আমার দিকে ফিক্কা মারলো, হলে এত দর্শক থাকতে বেটায় আমারে মারলো ক্যান্ বুঝলাম না
। ফলটা আমার মাথার উপর দিয়া হাওয়ায় মিল্লা গেল। এরপর আইলো সাপ, হা কইরা সামনে আইলো, কামর দিব, না পারলো না, বান্দর মিয়ায় এইবার বাঁচায়া দিলো, সাপের লেজ ধইরা টান দিয়া পিছনে লইয়া গেল, চলতে থাকলো বান্দরের নাচন কোদন। এর পর আইলো আইনিষ্টাইন টাইপের এক বিজ্ঞানী হেতে ল্যাবে কি সব যন্তরপাতি বানায়, ওইগুলা বিভিন্ন কারিশমা দেখায়, মাথার উপর দিয়া উড়ে। দেখতে দেখতে ২০ মিনিটের শো শেষ। বাইর হইয়া কইলাম খারাপ না ২০ ট্যাকায় ২০ মিনিট ভালাই দেখাইছে। পয়শা উশুল...
কথ্য ভাষায় লেখলাম, কেউ মাইনাস দিয়েন না আবার।
আমার প্রথম ৩ডি দেখার প্রস্তুতি চলছে!
কথ্য ভাষায় লেখলাম, কেই মাইনাস দিয়েন না আবার।
আরে জোশ লাগলো। প্লাস নেন।
২ য় পার্ট কুন দিন আইবো
লেখা শেষ। আগামীকাল কে দেব। আপনারা তেল না দিলে কেমনে চলবে।
আমার প্রথম ৩ডি দেখার প্রস্তুতি চলছে!
কবে যাবেন ?
@মুক্তবিহঙ্গ: আমারও প্রথম অভিজ্ঞতা রংপুর ভিন্নজগতে। প্রথমবার যাই ২০০১ এ। ঐ ইঁদুর আর সাপের ক্লিপটাই ছিল, তবে তখন দেখানো হত ২০ ইন্ঞ্চি স্যামস্যাং টিভিতে, সামনে দর্শকের সিট ছিল ১০ টা। সত্যি কথা বলতে, সেটাই ভাল ছিল। আমার দেখা শ্রেষ্ঠ 3D এক্সপেরিয়েন্স ওটা (নাকি প্রথমবার বলে বেশী ভাল লেগেছিল ) সাপ কামড় দিতে আসায় ভয় পেয়ে মাথা সরিয়ে নিয়েছিলাম
মাথার খুলি হাসতে হাসতে মুখের উপর চলে এসেছিল
পরে যতবার দেখেছি আর ভাল লাগে নি এমনকি ভিন্নজগতেই বড় হল করার পর দেখেছি, 3D মনেই হয় নি।
শামীম ভাই, মুক্তবিহঙ্গ আর রাজীব ভাইকে ধন্যবাদ। উনাদের জন্য টপিকটা আরও ভাল হয়েছে।
আরে ধুর। টাইটেল দেখে মনে করলাম সিনেপ্লেক্সের "থিরি-ডি"র রিভিউ। তবে লেখা ভালো হয়েছে।
আমিও তাই ভাবছিলাম। সে আসায় গুড়ে বালি
সবাই যখন করছে আমিও করি। আমার থ্রিডির অভিজ্জতা বলি।
একবার গেলাম বসুন্ধরা সিটি। সেখানে নিচে সনি ব্রাভিয়া এর অনেকগুলো টিভি এমনেই ফেলে রেখেছে সবাই যানে। ওখানে একটা ত্রিডি গ্লাস আসিলো। যেটা দিয়ে দেখা যায়। সেটা দিয়ে দেখলাম। একটা তিমি নড়াচড়ার ভিডিও দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন তিমিটা সত্যিকারের। আমি যেন একুরিয়াম দিয়ে দেখছি। ২০ সেকেন্ডের জন্য মনে হয় দেখেছিলাম।
মূল টপিক এডিট করে
স্টেজ ১.৪৫
স্টেজ ১.৯৫
যোগ করলাম
===============================
পরের পর্ব ডেডু মিয়ার থ্রিডি শ্রবণ (পার্ট-২)
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » ডেডু মিয়ার থ্রিডি দর্শন (পার্ট-১)
০.০৬৩১৯৩০৮২৮০৯৪৪৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.১০৯১২৯৬৯৯৫৬৭ টি কোয়েরী চলেছে