টপিকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রাষ্ট্রপতি ছেলে পাপন

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন মামুন.pb (১৭-১০-২০১২ ১২:৫২)

Re: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রাষ্ট্রপতি ছেলে পাপন

এসব জায়গার জন্যে এমপি আর কাউকে নেই।তবু যদি খেলোয়ারি ব্যাকগ্রাউন্ড থাকে।গত odi বিশ্বকাপে দেখলাম,প্রায় সব দেশেরই ক্রিকেট বোর্ডের সভাপ্রতি/চেয়ারম্যান কোন না কোন সাবেক খেলোয়ার।দল পরিবর্তন হলে আবার সেই দের কোন কোন এমপি হন বোর্ডের সভাপ্রতি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড পদ্মমুক্ত হয়ে ভালোই হলো।দূর্নি_ __।

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

Re: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রাষ্ট্রপতি ছেলে পাপন

নাবালক'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রাষ্ট্রপতি ছেলে পাপন

lol2 lol2 lol2 বিনুদুন বানায় দিতেছে। এখন খেলোয়াড়রদের উচিৎ আন্দোলন করা।

আশিকুর_নূর'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন মামুন.pb (১৭-১০-২০১২ ২১:১৩)

Re: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রাষ্ট্রপতি ছেলে পাপন

দুঃখিত এখানে এখোন বিনোদন তৈরী হয়নি এখনো।সাবেক ক্রড়া ব্যক্তিত্বগন,অন্তত যারা পূর্ব থেকে খেলার সাথে সম্পৃক্ত ছিলেন এমন কেউ।।বাংলাদেশ ক্রিকেটের শুভ কামনা করছি।

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

Re: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রাষ্ট্রপতি ছেলে পাপন

ডেডূ ভাইকে ধন্যবাদ  smile

roll