Re: বাবুল আক্তার
একজন পুলিশ অফিসার হয়ে এতোটা কাঁচা কাজ করবেন বলে মনেহয় না। আমার তো মনে হচ্ছে, স্রেফ তাকে ফাঁসানো হচ্ছে। তার হাত ধরে হয়তো কিছু রাঘববোয়াল বেরিয়ে আসবে। সেজন্যে পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়ে দেয়া হলো।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » বাবুল আক্তার
একজন পুলিশ অফিসার হয়ে এতোটা কাঁচা কাজ করবেন বলে মনেহয় না। আমার তো মনে হচ্ছে, স্রেফ তাকে ফাঁসানো হচ্ছে। তার হাত ধরে হয়তো কিছু রাঘববোয়াল বেরিয়ে আসবে। সেজন্যে পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়ে দেয়া হলো।
পুলিশ ছেড়ে দিয়েছে বাবুলকে আর সেই দুই মিডিয়া পুরাই পাল্টি খেয়েছে !!
পুলিশ ছেড়ে দিয়েছে বাবুলকে আর সেই দুই মিডিয়া পুরাই পাল্টি খেয়েছে !!
পল্টিবাজির নিউজের লিঙ্ক দেন।
পল্টিবাজির নিউজের লিঙ্ক দেন।
আগের লিংকই
banglanews24.com তারা আগের লেখা মুছে দিয়ে সেম লিংকে নীচের খবর দিয়েছে।
বাসায় ফিরেছেন বাবুল আক্তার
ঢাকা: বাসায় ফিরেছেন পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের পর শনিবার (২৫ জুন) বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়।এর আগে, গত শুক্রবার (২৪ জুন) গভীর রাতে রাজধানীর খিলগাওঁয়ে শ্বশুরের বাসা থেকে বাবুল আক্তারকে চট্টগ্রামে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি বাংলানিউজকে জানিয়েছে।
হত্যার সাথে বাবুলের চাচাত ভাই জড়িত আরো ভুংভাং। এই নিয়ে আলাদা নিউজ করে ছিল। এখন সব মুছে দিয়েছে।
banglanews24.com এর মতো প্রথম সারীর নিউজ সাইট যদি এমন করে তবে পাতি নিউজ সাইট গুলোকে দোষ দেওয়া যায় না।
বাসায় ফিরেছেন বাবুল আক্তার
ঢাকা: বাসায় ফিরেছেন পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের পর শনিবার (২৫ জুন) বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়।এর আগে, গত শুক্রবার (২৪ জুন) গভীর রাতে রাজধানীর খিলগাওঁয়ে শ্বশুরের বাসা থেকে বাবুল আক্তারকে চট্টগ্রামে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি বাংলানিউজকে জানিয়েছে।
হত্যার সাথে বাবুলের চাচাত ভাই জড়িত আরো ভুংভাং। এই নিয়ে আলাদা নিউজ করে ছিল। এখন সব মুছে দিয়েছে।
banglanews24.com এর মতো প্রথম সারীর নিউজ সাইট যদি এমন করে তবে পাতি নিউজ সাইট গুলোকে দোষ দেওয়া যায় না।
এই ধরনের কাজ প্রথম না।
নিয়মিতই করে আসছে।
কিছু বড় বড় কোম্পানিকে নিয়ে আজেবাজে নিউজ দিত। পরে তাদের সাইটে বিজ্ঞাপণ দিলেও আগের নিউজ ডিলিট।
সাংবাদিকগুলা কি যা ইচ্ছা তাই লিখে দিতে পারে? কোন দায়িত্ববোধ নাই? জবাব দিহিতা নাই?
বাবুলকে ‘জিজ্ঞাসাবাদ’ ইউটিউবে প্রকাশ করুন
ডাঃ জাফর এটা কি বল্লেন?
প্রথম আলোর রিপোর্ট পড়ে মনে হচ্ছে আরেকট জজমিয়া নাটক হতে যাচ্ছে।
আজকে দুই জন সন্দেহভাজন হত্যাকারী ‘ক্রসফয়ারে’ নিহত হয়েছে।
পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু আক্তার হত্যার মিশনে অংশ নেয়া রাশেদ ও নূরনবী ‘ক্রসফয়ারে’ নিহত হয়েছে। একইসঙ্গে সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।
মঙ্গলবার (০৫ জুলাই) ভোর সাড়ে তিনটার দিকে রাঙ্গুনিয়ার উপজেলার রাণীরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (দক্ষিণ) মো.কামরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
http://www.banglanews24.com/daily-chitt … 9%E0%A6%A4
আজকে দুই জন সন্দেহভাজন হত্যাকারী ‘ক্রসফয়ারে’ নিহত হয়েছে।
মোটেও অবাক হলাম না, এমন কিছু না হলেই বোধহয় অবাক হতাম। অপরাধীরা এভাবেই বোধহয় পার পেয়ে যাবে।
নির্লজ্জ পুলিশ আর কত ক্রসফায়ার নাটক দেখাবে?
আর কত জন এই মামলাতে গ্রেপ্তার আছে ?
শেষ পর্যন্ত্য সুপার ভিলেনে পরিনত হলেন বাবুল মিয়া
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » বাবুল আক্তার
০.০৬২৬১৭০৬৩৫২২৩৩৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৯০.১৭৮৩৯৬০২৪৯০১ টি কোয়েরী চলেছে